/indian-express-bangla/media/member_avatars/2024/12/18/2024-12-18t155945930z-whatsapp-image-2024-12-15-at-102343-am.jpeg )
/indian-express-bangla/media/media_files/2025/01/01/WboeBY67mcYR19G6lAHh.jpg)
পুত্র না কন্যা হল টেলি দম্পতির?
Sudip-Anindita Baby Girl: অপেক্ষার অবসান। ঘর আলো করে এল ছোট্ট রাজকন্যা। দুই থেকে তিন হলেন বাংলা টেলিভিশনের 'পাওয়ার কাপল' সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। কন্যা সন্তানের আগমনে পরিবারে এখন খুশির মরশুম। ৩ মার্চ সকাল সাতটা বেজে ৪১ মিনিটে মা হলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। অন্তঃসত্ত্বা অবস্থায় ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে নিউলি মাম্মি বলেছিলেন, তিনি ও তাঁর পরিবারের ভগবানের কাছে একটাই প্রার্থনা, সুস্থ সন্তানের জন্ম। ছেলে-মেয়ে নিয়ে কোনও বিভেদ নেই। কিন্তু, বাবা-রা সবসময়ই একটু মেয়ে ভক্ত হয়। সুদীপও তার ব্যতিক্রম নন। অনিন্দিতার কোলে ফুটফুটে কন্যা সন্তানকে দেখে সুদীপের মনের সাধপূরণ হল সে কথা বলার অপেক্ষাই রাখে না। নতুন সদস্যকে ঘিরে এখন আনন্দে ডগমগ সুদীপ-অনিন্দিতার পরিবার।
সোমের সকালে সুদীপের কোলে তাঁর রাজকন্যা! এটা যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না অভিনেতা। বাবা হওয়ার পর এক মুহূর্তে যেন জীবনটা বদলে গেল। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের সঙ্গে সেই আনন্দ ভাগ করে সুদীপ বলেন, 'এটা জীবনের সেরা সময়। আমি একটা ফুটফুটে মেয়ে চেয়েছিলাম। সেই স্বপ্ন আজ পূরণ হল। ওকে যখন প্রথম কোলে নিলাম সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। সন্তানের জন্মের পর দায়িত্ব স্বাভাবিকভাবেই অনেকটা বেড়ে যায়। আমিও আজ সেটা উপলব্ধি করলাম। আমাদের পরিবারে মেয়ের সংখ্যা কম। আমার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন বাবা চেয়েছিলেন একটা মেয়ে হোক। সেটা তো হয়নি। আজ আমার বাবাও ভীষণ খুশি। আমি বাবাকে বললাম, অনিন্দিতা তোমার মেয়ে ছিল, আরও একটা মেয়ে ঘরে এল। তোমার স্বপ্নপূরণ করলাম।'
মা ও সন্তান কেমন আছে? সুদীপ জানান, দুজনেই ভাল আছে। আগামী ৬ বা ৭ মার্চ স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন 'নিউলি ড্যাডি' সুদীপ। অভিনেতা আনন্দে আপ্লুত হয়ে বললেন, 'আমার তো যেন পুরো ব্যাপারটা বিশ্বাসই হচ্ছে না। অনিন্দিতার অন্তঃসত্ত্বা অবস্থায় বাইরে থেকে রোজ ওর সঙ্গে কথা হত। অপেক্ষা করতাম কবে ওকে দেখব। সেই ছোট্ট ছানাই যখন আমার কোলে!! যাকে আমরা দুজনে মিলে জন্ম দিয়েছি, সে এক অদ্ভুত অনুভূতি। আমি বলে বোঝাতে পারব না। এখন তো অপেক্ষা করছি কবে ওদেরকে বাড়ি নিয়ে আসব। ছোট্ট সোনার সঙ্গে সময় কাটাব।'
আরও পড়ুন: 'তেঁতুলপাতা'-র সেটে সাধের অনুষ্ঠানে চোখে জল! কী ভাবে অন্তঃসত্বা অনিন্দিতার যত্ন নিচ্ছেন সুদীপ?