/indian-express-bangla/media/media_files/2025/09/05/anirban-2025-09-05-10-43-45.jpg)
যা বলছেন অনির্বাণ...
Anirban Bhattacharya: অনির্বাণ ভট্টাচার্য শেষ কিছুদিন ধরেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে, পরিচালক অনির্বাণকে কাজে বাধা দিচ্ছে ফেডারেশন। তাঁর ফ্লোরে কাজ করতে আসছেন না অনেক টেকনিশিয়ানরা। তাঁকে বয়কট করা হচ্ছে। কিন্তু এরপরও বিন্দুমাত্র তাঁর স্পিরিট কমার নয়। আগেও বলেছেন, তিনি কাজ কমানো ছাড়বেন না। রঘু ডাকাত ছবিতে অহিন্দ্র বর্মণের ভূমিকায় তাক লাগিয়েছেন তিনি।
শোনা যাচ্ছে অনির্বাণের ব্যান্ড হুলিগানিজম-কে ইউনিটি কনসার্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে কলকাতার অন্যসব ব্যান্ডের সঙ্গে সঙ্গে তাদের-ও পারফর্ম করার কথা ছিল। কিন্তু, সেসব এখন অতীত। এর আগেও অনির্বাণের হুলিগালিজম নজরে এসেছে। তাঁরা প্রকাশ্য মঞ্চে যেভাবে রাজনৈতিক নেতাদের নিয়ে মজা করেছেন, কেউ কেউ এই গানকে খারাপ চোখে নিলেও বেশিরভাগ বেশ মজাই পেয়েছেন। এবং যাদের নিয়ে তিনি মজা করেছেন অর্থাৎ কুণাল ঘোষ, শতরুপ এবং দিলীপ- তাঁদের ৩ জনের মধ্যে দুজন বেশ মজার ছলেই নিয়েছেন সবটা।
Farha Khan: ১টাকাও পেলেন না, উল্টে চুমু খেলেন অভিনেতা, অবাক কাণ্ড ফাঁস করলেন পরিচালক!
কিন্তু, অনির্বাণের হুলিগানিজমকে কেন বাদ দেওয়া হল? সেই কনসার্টে ফসিলস- লক্ষ্মীছাড়ার মতো অনেকেই পারফর্ম করেছে। হুলিগানিজমের তরফ থেকেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা, "খবর পাইলাম, ১লা নভেম্বরের Unity Concert এর তালিকা হইতে কোনও এক অজ্ঞাত কারণে HOOLIGAANISM বাদ গিয়াছে। তাতে দুঃখ পাইবেন না শ্রোতাগণ, দুর্ভাগ্য সবার BAND এর তালি বিদ্যমান। ফসিলস, লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু এবং Euphoria-র আগমনে অনুষ্ঠান ঝলমল উঠিবে। তবে বন্ধুগণ, HOOLIGAANISM এর গান বন্ধ হইবে না। এর পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি খুঁজবেন না। আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে। দেখা হবে, মেলা হবে।"
Rukmini Maitra: স্মৃতিতে ভেসে গেলেন রুক্মিণী, চিরঞ্জিতের সঙ্গে নতুন ছবিতে মনে পড়ছে নিজের বাবার কথা
এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করার চেষ্টা করেছিল অনির্বাণের সঙ্গে। তিনি কী বলছেন? সত্যিই কি রাজনৈতিক কোনও বিষয় নেই। অভিনেতা এবং ব্যান্ড সদস্য হিসেবে তিনি সাফ জানালেন, "আমার বা আমাদের কাছে তো রাজনইতিক কারণেই এই বাদ যাওয়া, তাঁর কোনো প্রমাণ নেই। তাই নিশ্চিত কিছু বলা তো যায় না। এটা বরং যারা আয়োজক, তাদের কাছে থেকে ভাল জানা যাবে।"