/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/anirban.jpg)
করোনায় আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য
পুজো শেষ হতে না হতেই ফের দাপট দেখাতে শুরু করেছে মারণ ভাইরাস। কলকাতা-সহ শহরতলীতে নিত্যদিন হু-হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ছাড় পেলেন না টলিপাড়ার তারকাও। এবার করোনা সংক্রামিত অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। পঞ্চমীর দিন গিয়েছিলেন 'গোলন্দাজ' (Golondaaj)-এর প্রিমিয়ারে। তারপরই বিপত্তি! বিশেষ উপসর্গ নেই। তবে শারীরিকভাবে খানিক কাবু হওয়াতেই করোনা পরীক্ষা করান। টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবার সকালেই এক সংবাদমাধ্যমের কাছে অনির্বাণ খোদ জানিয়েছেন যে, তিনি করোনায় আক্রান্ত। তাঁর নাট্য সহকর্মী সাধন পাঁড়ুইয়ের কাছ থেকেও জানা গিয়েছে যে, কোনওরকন কোভিড উপসর্গ নেই অভিনেতার শরীরে। অনির্বাণের স্ত্রী মধুরিমা জানিয়েছেন, দিন দশেক আগে টলি অভিনেতার করোনা ধরা পড়েছে। অর্থাৎ 'গোলন্দাজ'-এর প্রিমিয়ার থেকে ফেরার পরদিনই অনির্বাণের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
<আরও পড়ুন: মাদককাণ্ডে চাঞ্চল্যকর মোড়! শাহরুখের পর অনন্যা পাণ্ডের বাড়িতে NCB, চলছে জেরা>
উল্লেখ্য, এই বছর পুজোর মরসুমে অনির্বাণের ২টো ছবি মুক্তি পেয়েছে। প্রথমটা, বিরসা দাশগুপ্ত পরিচালিত 'মুখোশ', দ্বিতীয়টা ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গোলোন্দাজ', যেখানে দেব, ইশা সাহা, শ্রীকান্ত আচার্যের সঙ্গে স্ক্রিনস্পেশ শেয়ার করেছেন তিনি। ৯ তারিক বাইপাসের ধারে এক মাল্টিপ্লেক্সে আয়োজিত সেই ছবির প্রিমিয়ারেই উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। দেব-সহ আরও অনেক টলিপাড়ার তারকাই সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। আবার পুজোর মাঝেই মুম্বইতে গিয়েছিলেন অভিনেতা। তা কোভিড সংক্রমণ ঘটল কোথা থেকে? সেই প্রশ্নই জাগছে।
উপরন্তু, গত দু মাসে টলিপাড়া করোনার কোপ সেভাবে দেখা যায়নি। তাই অনির্বাণের কোভিড আক্রান্ত হওয়ার খবরে অনেকেই উদ্বিগ্ন। তবে কি ফের করোনা দাপটে ভুগতে চলেছে সিনে ইন্ডাস্ট্রি? উঠছে এমন প্রশ্নও।
<আরও পড়ুন: NCB অফিসে কড়া জেরা অনন্যাকে, বাজেয়াপ্ত মোবাইল-ল্যাপটপ! পৌঁছলেন বাবা চাঙ্কি পাণ্ডে>
তা কেমন আছেন এখন টলিউডের 'খোকা'? অনির্বাণ জানিয়েছেন, তিনি উপসর্গহীন। সেরকম কোনও সমস্যা নেই। সেইজন্যই সবরকম কোভিড বিধি মেনে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পরিবারের সদস্যরাও এখনও পর্যন্ত করোনা-মুক্ত। তাই চিন্তার বিশেষ কারণ নেই। তবে 'গোলোন্দাজ'-এর প্রিমিয়ারের পরদিনই অভিনেতার কোভিড রিপোর্ট পজিটিভ আসায় চিন্তায় কিন্তু অনেকেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন