Ankita Lokhande-Vicky Jain: 'মেরে হামসফর...',ভয়াবহ দুর্ঘটনার পর হাসপাতালে ভিকি, স্বামীর সুস্থতা কামনায় আবেগপ্রবণ অঙ্কিতা

Vicky Jain Accident: গত তিন দিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি জেইন। তাঁর জান হাতে ৪৫টি সেলাই পড়েছে। মারাত্মক দুর্ঘটনার পর স্বামীর এইরকম অবস্থায় আবেগঘন পোস্টে কী লিখলেন বেটারহাফ অঙ্কিতা?

Vicky Jain Accident: গত তিন দিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি জেইন। তাঁর জান হাতে ৪৫টি সেলাই পড়েছে। মারাত্মক দুর্ঘটনার পর স্বামীর এইরকম অবস্থায় আবেগঘন পোস্টে কী লিখলেন বেটারহাফ অঙ্কিতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ভিকির জন্য...

Vicky-Ankita: শনিবার সকাল, অভিনেতা সমর্থ জুরেলের একটি পোস্ট দেখে স্তম্ভিত নেটপাড়া। হাসপাতালের বিছানায় হাতে ব্যাণ্ডেজ বেঁধে অঙ্কিতা লোখান্ডের ব্যবসায়ী স্বামী ভিকি জেইন। গত তিন দিন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। চলচ্চিত্র নির্মাতা সন্দীপ সিং তাঁর হাসপাতালে ভর্তির কারণ প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানান, ভিকির ডান হাতে বহু কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল। যার জন্য ৪৫টি সেলাই পড়েছে। প্রতিটি ছবিতে ভিকির পাশে রয়েছেন অঙ্কিতা। হাসপাতালে স্বামীর সেবায় ব্যস্ত অভিনেত্রী। কখনও আবার মুখ লুকিয়ে ডুকরে কাঁদছেন। এবার ভিকিকে জন্য আবেগঘন পোস্ট শেয়ার করলেন অঙ্কিতা। 

Advertisment

রংমিলান্তি কালো পোশাকের পুরনো ছবি শেয়ার করে 'মেরে হামসফর' ক্যাপশনে অঙ্কিতা লিখেছেন, 'সবসময় তুমি-ই আমার হাত ধরে থেকেছ, আমি নিরাপদ সেটা সবসময় অনুভব করিয়েছ, মনে করিয়ে দিয়েছ মুহূর্ত যতই কঠিন হোক না কেন ভালবাসা দিয়ে সব সমস্যা সমাধান করা যায়। সবচেয়ে গুরুতর পরিস্থিতিতেও তুমি রসিকতা করে পরিস্থিতি সহজ করার চেষ্টা কর আর আমাকে শান্ত কর। তুমি সঙ্গে থাকলেই আমি ঘরোয়া অনুভূতি পাই।'

Advertisment

আরও যোগ করেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার প্রিয়তম ভিকি। আমরা একসঙ্গে প্রতিটি ঝড়, প্রতিটি লড়াই পার করব। সুখে-দুখে একসঙ্গে থাকার যে প্রতিশ্রুতি পরস্পরকে দিয়েছি সেটা রক্ষা করব। তুমি আমার শক্তি, আমার শান্তি, আমার সবকিছু। আর আমি-ও তোমার জন্য তাই। তোমাদের ভালবাসা, প্রার্থনা আর আরোগ্য কামনা ভিকিকে সুস্থ করে তুলবে। আমরা সবসময় একসঙ্গে থাকব।'

আরও পড়ুন মারাত্মক দুর্ঘটনার কবলে ভিকি, তিনদিন হাসপাতালে-৪৫ টি সেলাই! মুখ লুকিয়ে ডুকরে কান্না অঙ্কিতার

প্রসঙ্গত, সন্দীপ সিং ভিকি ঘরনির প্রশংসা করে পরিচালক লিখেছেন, 'তুমিও একজন সুপারওম্যানের থেকে কিছু কম নয়। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার চ্যালেঞ্জের চিন্তা আর যত্নের মধ্যেও পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছ। তোমার স্বামীর প্রতি যে ভালোবাসা সেটাই তোমার ঢাল। তোমার সাহসই অসময়ের শক্তি।' 

তারকা দম্পতিতে মুদ্ধ হয়ে সন্দীপ সিং আরও লেখেন, 'ভাইয়া, তোমার মতো ভাল মনের মানুষ খুব কমই আছে, যাঁরা সবসময় নিঃশর্তভাবে আমাদের পরিবারের পাশে থাকে। ভিকি, অঙ্কিতা আর বিকাশ ভাইয়া তোমরা প্রকৃতঅর্থে তারকা। তোমাদের শক্তি, ভালোবাসা আর একতা আমাদের অনুপ্রাণিত করে। আমরা তোমাদের খুব ভালোবাসি। তোমাদের তিনজনকে অনেক ভালবাসা। আর কোকিলাবেন হাসপাতালের সিইও ড. সন্তোষ শেঠি এবং ভিপি ড. মিহির দালালকে আন্তরিক ধন্যবাদ।' 

আরও পড়ুন হাতে ব্যাণ্ডেজ-হাসপাতালে ভিকি জেইন, আচমকা কী হল অঙ্কিতার স্বামীর?

Vicky Jain Ankita Lokhande