পুজোর পরই দুবাই উড়ে গিয়েছিলেন টলিউডের লাভবার্ডস অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। যাওয়া পর থেকেই ছবি ও ভিডিও শেয়ার করছেন সোশাল মিডিয়ায়। কখনও বিমানে তো, কখনও রোপ গ্লাইডিং বিভিন্ন সময়ের ছবি মোহিত করেছে দর্শকদের। এদিন অঙ্কুশ-ঐন্দ্রিলা পোস্ট করলেন স্কাইডাইভিংয়ের ভিডিও ও ছবি।
ফাঁক পেলেই ছুটি কাটাতে বেরিয়ে পড়েন টলিউডের এই জুটি। কিছুদিন আগেও ঘুরে এসেছেন পরিবারের সঙ্গে। এদিন হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে মাটিতে নামা পর্যন্ত আকাশে ওড়ার অভিজ্ঞতা সঞ্চয় করলেন দু’জনে। সেই ভিডিও তারা পোস্ট করেছেন নিজেদের সোশাল হ্যান্ডেলে।
আরও পড়ুন, একুশে পা! করণের কাছে ‘কুছ কুছ হোতা হ্যায়’-র সবসময় বিশেষ
পৃথিবীর সবথেকে লম্বা জিপলাইনের রাইডও করেছেন ঐন্দ্রিলা। ঘুরতে দুজনেই খুব ভালবাসেন। আর তাদের দুবাই সফর যে ভালই হচ্ছে তার প্রমাণ মিলেছে তাদেরই সোশাল অ্যাকাউন্টে। দুজনেই যে দুজনের ক্রাইম পার্টনার একথা অস্বীকার করার জায়গা নেই। সারা বছর কাজের চাপে কোথাও যেতেই পারেন না তারা।
আরও পড়ুন, বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না! সাবধান করছে ‘টেকো’
আরও পড়ুন, মুম্বই থেকে সোজা দক্ষিণে পাড়ি, মালায়লম শোয়ের মঞ্চে রানু
তাই পুজোর ছুটির সময়টা হাতছাড়া করেননি। ব্যাকপ্যাক রেডি করে সোজা পৌঁছে গিয়েছেন দুবাই। ফিরে এসেই সিনেমার শুটিং শুরু হবে অঙ্কুশের আর ঐন্দ্রিলা ফের ঢুকে যাবেন দর্শকদের ড্রয়িংরুমে। তার আগে একটু একান্তে সময় কাটালেন তারা। দর্শকের সঙ্গে ভাগ করে নিলেন দুবাইয়ের আকাশে ওড়ার অভিজ্ঞতা রোমাঞ্চকর অনুভূতিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা।