/indian-express-bangla/media/media_files/2025/10/11/cats-2025-10-11-13-50-54.jpg)
গাড়ির বনেটে বসে মেকআপ করতেন হৃত্বিক
Hrithik Roshan-vanity van: বলিউডের সফল অভিনেতাদের মধ্যে অন্যতম হৃত্বিক রোশন। প্রথম ছবি কহো না প্যায়ার হ্যায়-তেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। রোম্যান্টিক-অ্যাকশন হিরো হিসেবে দর্শকের দিল জিতে নিয়েছিলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি হৃত্বিককে। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। কিন্তু, জানেন কহো না প্যায়ার হ্যা হৃত্বিকের ডেবিউ মুভি নয়। তার আগে করিশ্মা কাপুরের সঙ্গে ফিজা ছবির শুটিং করেছিলেন হৃত্বিক রোশন। সম্প্রতি গডমাদার খ্যাত অভিনেতা অনুপ সোনি অতীতের একটি ঘটনার স্মৃতিরোমন্থন করেন। ফিজা-য় শুটিংয়ের সময় গাড়ির বনেটের উপর বসে মেকআপ করতে হয়েছিল। কহো না প্যায়ার হ্যায় সুপারহিট হওয়ার পর মেকআপ ভ্যান পেয়েছিলেন।
ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)-এর স্নাতক অভিনেতা অনুপ সোনি। ১৯৯৯ সালের ছবি গডমাদার-এর হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ। এই ছবির কাজ চলাকালীনই দ্বিতীয় ছবি ফিজা-র জন্য প্রস্তাব পান অনুপ। এই ছবির যখন শুটিং চলছিল তখন হৃত্বিক কহো না প্যায়ার হ্যায়-র সৌজন্যে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। এই বিষয়ে অনুপ বলেন, 'ফিজা-র প্রথম অংশের শুটিং হয়েছিল কহো না প্যায়ার হ্যায় মুক্তির আগেই। আর দ্বিতীয় অংশের শুটিং হয়েছিল ছবিটি ব্লকবাস্টার হওয়ার পর।'
স্মৃতিচারণ করে বলেন, 'তখন সেটে হৃতিকের সঙ্গে যেভাবে আচরণ করা হত...। আগে আমরা দু'জনেই গাড়ির বনেটে বসে মেকআপ করতাম। কিন্তু কহো না প্যায়ার হ্যায় মুক্তির পর তাঁর নিজের ভ্যানিটি ভ্যান এসে গেল পুরো সেটআপ আলাদা হয়ে গেল। অবশ্যই তাঁর মেকআপ ম্যান আগে থেকেই ছিল কিন্তু এবার পুরো টিমটাই ছিল তাঁর নিজের।' কী ভাবে ফিজার প্রস্তাব পেয়েছিলেন তা নিয়েও অনুপ শেয়ার করেছেন এক মজার ঘটনা।
আরও পড়ুন এক লাখের বেশি খরচ করেও জুটল না সেলফি! শিশুদের ধাক্কা মারার অভিযোগ, হৃত্বিকের US Tour-ঘিরে তুলকালাম
তিনি বলেন, 'আমার প্রথম ছবি গডমাদার ছয়টি জাতীয় পুরস্কার জিতেছিল এবং ব্যাপক প্রশংসিত হয়েছিল। সমালোচক ও সাংবাদিক খালিদ মহম্মদ, যিনি ফিজা-এর মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি আমার কাজ দেখে পছন্দ করেছিলেন। এরপরই ছবির জন্য প্রস্তাব দেন। প্রথমে আমি রাজি ছিলাম না কিন্তু তাঁর অনুরোধে শেষ পর্যন্ত হ্যাঁ বলি'। ফিজা-তে তাঁর চরিত্র সংক্ষিপ্ত হলেও সেটে তাঁর অভিজ্ঞতা ছিল বেশ অদ্ভুত।
আরও পড়ুন হৃত্বিক-জুনিয়র NTR মঞ্চে উঠতেই হইহই, ভক্তের কাণ্ডে মেজাজ হারিয়ে কী করলেন দক্ষিণী তারকা?
আরও বলেন, 'পরিচালক পরে আমাকে একই ছবিতে আরেকটি চরিত্রের জন্য ডাব করতে বলেন। আমি চমকে গিয়ে বলেছিলাম, আমি তো ছবিতে ইতিমধ্যেই একটা চরিত্রে অভিনয় করেছি তাহলে অন্য কারও জন্য কীভাবে ডাব করব? তিনি বলেছিলেন, আমার ভূমিকা ছোট হওয়ায় সেটা অন্য কেউ ডাব করবে। আমি তখন বিষয়টি মেনে নিইনি। আমি বলেছিলাম আগে নিজের সংলাপগুলো ডাব করব। কিন্তু নিজের চরিত্রের কণ্ঠ আমি অন্য কাউকে দেব না। শেষে তিনি রাজি হন।' হাসতে হাসতে অনুপ যোগ করেন, 'আজ যদি ফিজা দেখেন তাহলে বুঝবেন আমার কণ্ঠ দুটি আলাদা চরিত্রে শোনা যায়!'