/indian-express-bangla/media/media_files/2025/08/11/cats-2025-08-11-16-17-08.jpg)
Hrithik-Jr NTR-War 2: একদিকে যখন ধূমকেতু ঘিরে বাংলা ছবির দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে তখন ওয়ার ২ নিয়েও মাতামাতি সিনেপ্রেমীদের মধ্যে। প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। একসুতোয় বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁধা পড়তেই প্রত্যাশাও তুঙ্গে। ধুঁয়াধার অ্যাকশনে ভরপুর ওয়ার ২-এর মুক্তির অপেক্ষায় দর্শক। শুরু হয়ে গিয়েছে সিনেমার অগ্রিম বুকিং। ১৪ আগস্ট মুক্তির আগে ছবির নির্মাতারা হায়দরাবাদে একটি জাঁকজমকপূর্ণ প্রি-রিলিজ ইভেন্টের আয়োজন করেন। সেখানে হৃত্বিক আর জুনিয়র এনটিআর একফ্রেমে ধরা দিতেই ভক্তদের উন্মাদনা ও উচ্ছ্বাস দেখে বিস্মিত ও অভিভূত তারকাদ্বয়।
অনুষ্ঠানে জুনিয়র এনটিআর ও হৃতিক পরস্পরের প্রশংসায় একেবারে মুখরিত। দক্ষিণী অভিনেতা যখন বলেন হৃত্বিক তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তখন ডুগ্গু বলেন জুনিয়র এনটিআর যেন তাঁর নিজের ভাই। অনুষ্ঠান চলার মাঝে আচমকা মেজাজ হারান দক্ষিণী অভিনেতা। ভক্তদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সতর্ক করেন অভিনেতা। কড়া সুরে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এক ভক্তকে চিহ্নত করে বলেন, 'ভাই, আমি চলে যাব নাকি? আমি কী বললাম এখনই? আমি যখন কথা বলি তখন একটু শান্তি বজায় রাখুন। এক সেকেন্ডও লাগবে না মাইক রেখে মঞ্চ ছেড়ে চলে যেতে। আমি কী বলব? তাহলে দয়া করে শান্ত হন।'
আরও পড়ুন একটানা ১০ দিন হাসপাতালে ভর্তি, কেমন আছেন তারক মেহতা খ্যাত 'ববিতা' মুনমুনের মা?
৭৫ দিন একসঙ্গে কাজ করেছেন হৃত্বিক-জুনিয়র এনটিআর। হৃত্বিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে বলেন, '৭৫ দিন একসঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। আবার আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। দক্ষিণ ভারত থেকে এসেছি বলে সবসময় একটা মনের ভিতর দ্বন্দ্ব কাজ করত। প্রথম দিনে আপনার উষ্ণ আলিঙ্গন ও খোলা মনে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। এই মুহূর্তগুলো আমি কখনও ভুলব না। যখন ১৪ আগস্ট ছবি মুক্তির পর আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।'
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, মায়ের পর নাম না করে বউদি প্রিয়াকে আক্রমণ বোনের
জানাব-এ-আলি গানের নাচের তুলনা প্রসঙ্গে এনটিআর বলেন, 'এমন তুলনা মোটেই কাম্য নয়। আমি মনে করি, দুজন ভাল ডান্সার একে অপরের পরিপূরক।ল এটি কোনও প্রতিযোগিতা নয়, হৃতিক রোশন দেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী।' হৃতিকও সহ অভিনেতার প্রতি ভালবাসা-সম্মান প্রদর্শন করে বলেন, আমি শুধু তোমাকে পর্যবেক্ষণ করিনি, অনেক কিছু শিখেছি। তোমার মধ্যে নিজেকে খুঁজে পাই। আমরা সহ-অভিনেতা হিসেবে শুরু করেছিলাম, এখন বাস্তব জীবনে ভাই হয়ে গিয়েছি। তোমরা সবাই প্রতিশ্রুতি দাও, আমার ভাইকে সারাজীবন ভালোবাসবে, কারণ এটা ওঁর প্রাপ্য।'