Hrithik Roshan: এক লাখের বেশি খরচ করেও জুটল না সেলফি! শিশুদের ধাক্কা মারার অভিযোগ, হৃত্বিকের US Tour-ঘিরে তুলকালাম

Hrithik Roshan Fan: US Tour-এ রয়েছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন। 'মিট অ্যান্ড গ্রিট' সেশনে হৃত্বিকের সঙ্গে হাত মালতে-সেলফি তুলতে ভিড় জমিয়েছিল অনুরাগীরা। ভক্তদের সেলফি তোলার আবদার খারিজ করে দেন অভিনেতা। হৃত্বিকের সঙ্গে পারফর্ম করার জন্য স্টেজে উঠলে বাচ্চাদের ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

Hrithik Roshan Fan: US Tour-এ রয়েছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন। 'মিট অ্যান্ড গ্রিট' সেশনে হৃত্বিকের সঙ্গে হাত মালতে-সেলফি তুলতে ভিড় জমিয়েছিল অনুরাগীরা। ভক্তদের সেলফি তোলার আবদার খারিজ করে দেন অভিনেতা। হৃত্বিকের সঙ্গে পারফর্ম করার জন্য স্টেজে উঠলে বাচ্চাদের ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হৃত্বিকের US Tour-এ তুলকালাম

হৃত্বিকের US Tour-এ চরম অব্যবস্থা

Hrithik Roshan US Tour: এই মুহূর্তে US Tour-এ রয়েছেন  বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন। ভক্তদের সঙ্গে 'মিট অ্যান্ড গ্রিট' সেশনে হৃত্বিকের সঙ্গে হাত মালতে-সেলফি তুলতে ভিড় জমিয়েছিল অনুরাগীরা। ৫ এপ্রিল শনিবার Dallas এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন অভিনেত্রী সোফি চৌধুরী। কিন্তু, সেই অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মোটা অঙ্কের টাকায় টিকিট বুক করে প্রিয় অভিনেতাকে দেখতে আসেন ভক্তরা। কিন্তু, হৃত্বিকের আচরণে ক্ষুব্ধ ফ্যানেরা।

Advertisment

 ভক্তদের সেলফি তোলার আবদার খারিজ করে দেন অভিনেতা। এই ঘটনায় আয়োজকদের উপর চটেছেন উপস্থিত সকলে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও। এক ভক্তের দাবি, হৃত্বিকের সঙ্গে নিজস্বী তুলে একটু হাত মেলানোর জন্য ১.২ লাখ টাকা খরচ করেছেন। কিন্তু, হৃত্বিক সেলফিতে সরাসরি না বলে দিয়েছেন।

আরও পড়ুন: ভেন্টিলেশনেই সব শেষ! প্রয়াত রানি-তামান্নার বলিউডের জন্মদাতা সেলিম, শোকস্তব্ধ বলিউড

 অপর এক অনুরাগীও একই অভিযোগ করেছেন। Reddit post-এ তিনি লিখেছেন, ১৫০০ ডলারের সঙ্গে অ্যাডমিশন ফি দিয়েছেন কিন্তু, হৃত্বিকের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাননি। মিট অ্যান্ড গ্রিট সেশনে অর্ধেকের বেশি মানুষের সঙ্গে হৃত্বিক রোশন সেলফি তোলেননি বলে অভিযোগ। যে টাকাটা বিনিয়োগ করেছিলেন সেটিও তাঁরা আর ফেরৎ পাবেন না। অভিযোগকারীরা প্রশ্ন তুলেছেন, দু'ঘণ্টা কেন অপেক্ষা করলেন?

Advertisment

আয়োজকদের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ, স্টেজ থেকে বাচ্চাদের ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছে। খুদেরা হৃত্বিকের সঙ্গে মঞ্চে পারফর্ম করার আবদার করেছিল। কিন্তু, তাদের সঙ্গে  যে ব্যবহার করা হয়েছে তাতে রেগে কাঁই অভিভাবকরা। হৃত্বিকের কাছে যাওয়ার সুযোগ না পেয়ে কাঁদতে শুরু করে বাচ্চারা। এক ভক্তের ১০ বছরের শিশুর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। প্রসঙ্গত, US Tour-এ  Dallas -এর হৃত্বিক যাবেন Atlanta, Houston, New Jersey ও  Chicago-তে।

আরও পড়ুন: 'যে মানুষটা চলে গেল তাঁর বাড়ির সদস্যদের দায় কে নেবে', ঠাকুরপুকুর কাণ্ডে প্রশ্ন রূপাঞ্জনার

এদিকে আবার হৃত্বিক ভক্তদের জন্য রয়েছে সুখবর। ইন্ডাস্ট্রির কানাঘুষো কৃষ ৪-এ একসঙ্গে তিনটি রূপে দেখা যাবে হৃত্বিকে। আর তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন প্রীতি জিন্টা। কৃষ ৪-এর ঘোষণা হওয়ার পর থেকেই আনন্দে ভাসছেন সিনেপ্রেমীরা। India Today-এর রিপোর্ট মোতাবেক, Avengers: Infinity War, Avengers: Endgame থেকে অনুপ্রাণিত হয়ে সুপারহিরো ভিত্তিক এই ছবি তৈরি হয়েছে। হৃত্বিক-প্রীতি জুটি আরও একবার ফিরিয়ে আনবে Koi Mil Gaya-এর নস্ট্যালজিয়া। এই ছবিতে সিঙ্গল চরিত্র এরপর কৃষ ২-এ দ্বৈত চরিত্র ও কৃষ ৪-এ ত্রিপল চরিত্রে হৃত্বিককে দেখার প্রবল সম্ভবনা রয়েছে বলেই খবর। 

bollywood movie Bollywood News Bollywood Actor Hrithik Roshan