/indian-express-bangla/media/media_files/2025/10/26/anupam-kher-satish-dhawan-2025-10-26-13-26-53.jpg)
কী বলছেন সতীশকে নিয়ে তিনি?
Satish Shah Death-Anupam Kher: প্রবীণ অভিনেতা সতীশ শাহ ৭৪ বছর বয়সে প্রয়াত। শনিবার তাঁর মৃত্যু হয়, যার মূল কারণ মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী সেপটিক শক। কিডনি বিকলতার সঙ্গে সম্পর্কিত এই ঘটনা, সিনে-নির্মাতা অশোক পণ্ডিত, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিশ্চিত করেন। অভিনেতার মৃত্যুতে গোটা বিনোদন জগত শোকাহত।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও তাঁর শোক প্রকাশ করেছেন। অনুপম খের ইনস্টাগ্রামে সতীশ শাহের জন্য একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন এবং তাঁকে স্মরণ করে বলেন, "মর্মান্তিক, এটি সত্যিই মর্মান্তিক। আমি অনেক ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছি। তিনি আমাকে সবসময় হাসাতেন। তাঁর সাধারণ জ্ঞান অসাধারণ ছিল। আমি তাঁকে আশীর্বাদ করতাম।" তিনি সতীশের স্ত্রী মধু শাহ-এর প্রতি সমবেদনা জানিয়ে যোগ করেন, "মধু, আমার সত্যিই খারাপ লাগছে। আমি তোমাকে দূর থেকেই বড় আলিঙ্গন দিচ্ছি। কোনও শব্দ নেই। সতীশ শাহ ছিলেন সবচেয়ে আশ্চর্যজনক মানুষ এবং অভিনেতা। আমি তাঁকে খুব মিস করব।"
Dev-Subhashree: দেবের খোঁচা না কি মজা? জিৎ গাঙ্গুলিকে জড়িয়েই কোন প্রসঙ্গ টানলেন অভিনেতা?
কিন্তু, এই ২ সপ্তাহের মধ্যে যে তিনজন স্টলওয়ারটরা ছিলেন, তাঁরা চলে গেলেন। আসরানি, পঙ্কজ ধীর, এবং সতীশ- যেন মানেতই পারছেন না অনুপম। তাঁর কথায় এই বছরের শেষে যেন মড়ক লেগেছে। সতীশ শাহ চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে তাঁর কমিক প্রতিভার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর বৈচিত্র্যময় ফিল্মোগ্রাফির মধ্যে রয়েছে হাম সাথ-সাথ হ্যায়, ম্যায় হুঁ না, কাল হো না হো, কভি হান কভি না, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ওম শান্তি ওম, এবং শাদি নং ১।
বড় পর্দার উল্লেখযোগ্য চরিত্রগুলোর পাশাপাশি, টেলিভিশনে সারাভাই ভার্সেস সারাভাই-এর, ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তাঁর অভিনয় ভারতীয় টেলিভিশনের ইতিহাসে আইকনিক হয়ে রয়েছে। এই চরিত্রের মাধ্যমে সতীশ ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন এবং কৌতুকপূর্ণ অভিনয় দর্শকদের মনে চিরকাল টিকে থাকবে।
Satish Shah-Narendra Modi: 'এক কিংবদন্তির', ৭৪-এ প্রয়াত সতীশ, শোকে আচ্ছন্ন প্রধানমন্ত্রী
বলিউডের নানা আইকন এবং সহকর্মীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রবিবার মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। সতীশ শাহের অবদান ভারতীয় বিনোদন জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us