/indian-express-bangla/media/media_files/2025/10/26/modi1-2025-10-26-11-15-54.png)
কী বললেন নমো?
Satish Shah Death-Narendra Modi: প্রবীণ অভিনেতা সতীশ শাহ-এর মৃত্যুতে গোটা চলচ্চিত্র জগত শোকাহত। ২৫ অক্টোবর, শনিবার, ৭৪ বছর বয়সে তিনি মুম্বাইয়ের বান্দ্রা পূর্বের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন এই জনপ্রিয় অভিনেতা। প্রায় তিন মাস আগে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল বলে, তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সতীশের ৩০ বছরেরও বেশি সময়ের সহযোগী এবং ব্যক্তিগত সহকারী রমেশ কাদাতলা জানান, কিডনি বিকল হয়ে তাঁর মৃত্যু হয়।
অভিনেতার প্রয়াণে বলিউডের সহকর্মীরা শোকের ছায়ায় ডুবে গেছেন। করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, শচীন পিলগাঁওকরসহ অনেক তারকা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শচীন জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সতীশ শাহ তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তিনি বলেন, "আমি আজ দুপুর ১২টা ৫৬ মিনিটে সতীশের কাছ থেকে একটি মেসেজ পাই। তখনও তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। তাঁর মৃত্যুসংবাদ শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছি।"
Satish Shah Demise: ৫০ টাকার বিনিময়ে অভিনয়, তবুও! এভাবেই ঐতিহাসিক ছবির সাক্ষী ছিলেন প্রয়াত সতীশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দেন। তিনি লেখেন, "সতীশ শাহজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ভারতীয় বিনোদন জগতের এক কিংবদন্তি ছিলেন। তাঁর অনন্য হাস্যরস এবং আইকনিক চরিত্র অসংখ্য মানুষের জীবনে আনন্দ এনেছে। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।"
রবিবার, ২৬ অক্টোবর দুপুরে মুম্বাইয়ের পবন হংস শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। সতীশ শাহ তাঁর দীর্ঘ অভিনয় জীবনে জানে ভি দো ইয়ারো, উমরাও জান, হাম আপকে হ্যায় কৌন...! এবং কাল হো না হো-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তবে টেলিভিশনে সারাভাই ভার্সেস সারাভাই-এর ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তাঁর অভিনয় তাঁকে ঘরে ঘরে প্রিয় করে তোলে। তাঁর অনন্য কৌতুকবোধ ও মানবিক অভিনয় ভারতীয় বিনোদনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us