Dev-Subhashree: শেষ যে ক'টি বাংলা ছবি রিলিজ করেছে, তাঁর মধ্যে ধুমকেতু নিয়ে আলাদা করে আলোচনা হবেই। ১০ বছর পর দেব-শুভশ্রীর ছবি রিলিজ থেকে শুরু করে নানা সমালোচনা, ধুমকেতু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শুভশ্রীকে নিয়ে দেব কিছু কথা এমন বলেন যার পর আরও বেশি করে আলোচনা ওঠে।
দুই সন্তানের জননী শুভশ্রীর ইনোসেন্স নিয়ে প্রশ্ন করেন দেব। যার পরেই সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগড়ে দেন নায়িকার ভক্তরা। এমনকি শুভশ্রী নিজেও নানা মন্তব্যে জানিয়ে দেন, তিনি একটু হলেও আশাহত এবং ক্ষুব্ধ। আর সেদিন যখন তাঁকে জিজ্ঞেস করা হল তিনি কি এই ভুল বোঝাবুঝিটা মেনে নিতে পেরেছিলেন? বা এর কি কোনও দরকার ছিল? উত্তরে তিনি সাফ জানান..
Satish Shah-Narendra Modi: 'এক কিংবদন্তির', ৭৪-এ প্রয়াত সতীশ, শোকে আচ্ছন্ন প্রধানমন্ত্রী
"ধুমকেতুর প্রোমোশনে যখন হ্যাঁ বলেছি তখন মন থেকে বলেছিলাম। আমাদের জুটি-টাকে বাঁচিয়ে রাখার ইচ্ছে ইন্ডাস্ট্রির কারওর ছিল না। শুধু ভক্তদের ছিল। সেই অনুষ্ঠানের দিন, তাঁদের চোখে জল-তাঁদের ভালবাসা আমায় ভাবিয়েছিল। সেটাকে আমি অপমান করতে পারি না। আমার মনে হয়, একটা মানুষ সে তাঁর মনের ভাবনা ব্যক্ত করতেই পারে। কিন্তু আমাদের সকলের একটা দায়িত্ব থাকে, নিজেদের ফিলিংসটা সঠিকভাবে ব্যক্ত করার। আমরা শুধু যে চরিত্রটা করছি সেটা কিন্তু থাকবে না। আমাদের কথা, মানুষকে কীভাবে ট্রিট করছি, সেটাও থেকে যাবে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে নারীদের আওয়াজ এ কারণেই তুলতে হয়, কারণ মানুষ তাঁর হয়ে আওয়াজ তোলে। তাঁদেরকে আমার বোঝানোর ছিল যে তোমরা যারা স্ট্যান্ড নিচ্ছ, আমি তোমাদের সঙ্গে আছি। এমন নয় যে পুরুষ মানেই বিরাট কিছু।"
এদিকে দেব? তিনি প্রথম থেকেই পুরো বিষয়টা খুব লাইটলি নিয়ে এসেছেন। পরবর্তীতে যখন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছেন তখনও নানা মজা করতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার স্বার্থপর ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে আবার উঠল গাঙ্গুলি প্রসঙ্গ।
Satish Shah Kidney Transplant: অসুস্থ স্ত্রীর সেবার জন্য বাঁচার ইচ্ছে, করিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টও, সতীশের সিক্রেট ফাঁস সচিনের
বহুবছর পর বাংলা ছবিতে সুর করছেন জিৎ গাঙ্গুলি। তিনি দেবের প্রজাপতি ২ ছবিতে সুর করছেন আবারও। তাঁর সঙ্গে দেবের দেখা হতেই নায়ক তাঁকে জড়িয়ে ধরলেন। বেশ কিছু কথা বলার পরেই যা শোনালেন! দেবের সঙ্গে তাঁর অজস্র স্মৃতি। অভিনেতা একবার এমনও বলেছিলেন, জিৎ গঙ্গোপাধ্যায়ের গান না থাকলে অনেকেই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে হত অনেককেই। আর সেদিন জিৎ-কে দেখে সোজাসুজি দেব বলে বসলেন, "এই একটাই গাঙ্গুলি যাকে আমার ভাল লাগে।" তাহলে কি তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন শুভশ্রী তাঁর পছন্দের তালিকায় নেই? ভক্তরা অনেকেই বলছেন, "দেব যেন অভিনেত্রীকে না টেনে কোনও অনুষ্ঠানেই থাকছেন না।"
Dev: দেবের খোঁচা না কি মজা? জিৎ গাঙ্গুলিকে জড়িয়েই কোন প্রসঙ্গ টানলেন অভিনেতা?
Dev-Subhashree: পরবর্তীতে যখন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছেন তখনও নানা মজা করতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার স্বার্থপর ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে বাংলার সুপারস্টার যা করলেন...
Dev-Subhashree: পরবর্তীতে যখন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছেন তখনও নানা মজা করতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার স্বার্থপর ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে বাংলার সুপারস্টার যা করলেন...
এ কী বলে ফেললেন দেব?
Dev-Subhashree: শেষ যে ক'টি বাংলা ছবি রিলিজ করেছে, তাঁর মধ্যে ধুমকেতু নিয়ে আলাদা করে আলোচনা হবেই। ১০ বছর পর দেব-শুভশ্রীর ছবি রিলিজ থেকে শুরু করে নানা সমালোচনা, ধুমকেতু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শুভশ্রীকে নিয়ে দেব কিছু কথা এমন বলেন যার পর আরও বেশি করে আলোচনা ওঠে।
দুই সন্তানের জননী শুভশ্রীর ইনোসেন্স নিয়ে প্রশ্ন করেন দেব। যার পরেই সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগড়ে দেন নায়িকার ভক্তরা। এমনকি শুভশ্রী নিজেও নানা মন্তব্যে জানিয়ে দেন, তিনি একটু হলেও আশাহত এবং ক্ষুব্ধ। আর সেদিন যখন তাঁকে জিজ্ঞেস করা হল তিনি কি এই ভুল বোঝাবুঝিটা মেনে নিতে পেরেছিলেন? বা এর কি কোনও দরকার ছিল? উত্তরে তিনি সাফ জানান..
Satish Shah-Narendra Modi: 'এক কিংবদন্তির', ৭৪-এ প্রয়াত সতীশ, শোকে আচ্ছন্ন প্রধানমন্ত্রী
"ধুমকেতুর প্রোমোশনে যখন হ্যাঁ বলেছি তখন মন থেকে বলেছিলাম। আমাদের জুটি-টাকে বাঁচিয়ে রাখার ইচ্ছে ইন্ডাস্ট্রির কারওর ছিল না। শুধু ভক্তদের ছিল। সেই অনুষ্ঠানের দিন, তাঁদের চোখে জল-তাঁদের ভালবাসা আমায় ভাবিয়েছিল। সেটাকে আমি অপমান করতে পারি না। আমার মনে হয়, একটা মানুষ সে তাঁর মনের ভাবনা ব্যক্ত করতেই পারে। কিন্তু আমাদের সকলের একটা দায়িত্ব থাকে, নিজেদের ফিলিংসটা সঠিকভাবে ব্যক্ত করার। আমরা শুধু যে চরিত্রটা করছি সেটা কিন্তু থাকবে না। আমাদের কথা, মানুষকে কীভাবে ট্রিট করছি, সেটাও থেকে যাবে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে নারীদের আওয়াজ এ কারণেই তুলতে হয়, কারণ মানুষ তাঁর হয়ে আওয়াজ তোলে। তাঁদেরকে আমার বোঝানোর ছিল যে তোমরা যারা স্ট্যান্ড নিচ্ছ, আমি তোমাদের সঙ্গে আছি। এমন নয় যে পুরুষ মানেই বিরাট কিছু।"
এদিকে দেব? তিনি প্রথম থেকেই পুরো বিষয়টা খুব লাইটলি নিয়ে এসেছেন। পরবর্তীতে যখন রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছেন তখনও নানা মজা করতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার স্বার্থপর ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে আবার উঠল গাঙ্গুলি প্রসঙ্গ।
Satish Shah Kidney Transplant: অসুস্থ স্ত্রীর সেবার জন্য বাঁচার ইচ্ছে, করিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টও, সতীশের সিক্রেট ফাঁস সচিনের
বহুবছর পর বাংলা ছবিতে সুর করছেন জিৎ গাঙ্গুলি। তিনি দেবের প্রজাপতি ২ ছবিতে সুর করছেন আবারও। তাঁর সঙ্গে দেবের দেখা হতেই নায়ক তাঁকে জড়িয়ে ধরলেন। বেশ কিছু কথা বলার পরেই যা শোনালেন! দেবের সঙ্গে তাঁর অজস্র স্মৃতি। অভিনেতা একবার এমনও বলেছিলেন, জিৎ গঙ্গোপাধ্যায়ের গান না থাকলে অনেকেই ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে হত অনেককেই। আর সেদিন জিৎ-কে দেখে সোজাসুজি দেব বলে বসলেন, "এই একটাই গাঙ্গুলি যাকে আমার ভাল লাগে।" তাহলে কি তিনি হাবেভাবে বুঝিয়ে দিলেন শুভশ্রী তাঁর পছন্দের তালিকায় নেই? ভক্তরা অনেকেই বলছেন, "দেব যেন অভিনেত্রীকে না টেনে কোনও অনুষ্ঠানেই থাকছেন না।"