Anupam Kher: 'সাধারণ মানুষের মতো আমিও...', লালবাগে গণপতি দর্শন নিয়ে মন্তব্য করতেই কটাক্ষ অনুপমকে

Anupam Kher-Lalbaugcha Raja Ganpati: ভিআইপি সুবিধা ছাড়াই অনুপম খেরের গণপতি দর্শনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতার বক্তব্য ঘিরে কেন আপত্তি জানাচ্ছে সাধারণ মানুষ?

Anupam Kher-Lalbaugcha Raja Ganpati: ভিআইপি সুবিধা ছাড়াই অনুপম খেরের গণপতি দর্শনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতার বক্তব্য ঘিরে কেন আপত্তি জানাচ্ছে সাধারণ মানুষ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অনুপমের মন্তব্য ঘিরে বিতর্ক

Anupam Kher Trolled: বলিউড অভিনেতা অনুপম খের-এর চাঁচাছোলা মন্তব্যে প্রায়ই তৈরি হয় বিতর্ক। সম্প্রতি মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজায় গণপতি দর্শনে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে আরও জানান, তিনি কোনও ভিআইপি দর্শনের পরিষেবা ছাড়াই গণপতি দর্শনের সুযোগ পেয়েছেন। সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মুহূর্তের ক্লিপও ভাগ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ভিআইপি সুবিধা ছাড়াই গণপতি দর্শনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে অভিনেতার বক্তব্য ঘিরেও চলছে কাটাছেঁড়া। 

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে অনুপম খের সাধারণ ভক্তদের মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পরে তিনি বেদির সামনে মাথা নত করেন এবং কপালে টিকা লাগান। গণেশ মূর্তির সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তোলেন। পোস্টে তিনি লেখেন, 'আজ লালবাগচা রাজার দর্শনের সৌভাগ্য লাভ করলাম। কোনও ভিআইপি দর্শনের ব্যবস্থা না থাকায় আরও ভাল লাগল।' উল্লেখ্য, মন্দিরেও ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে। কিন্তু, লালবাগচা রাজার গণপতির মন্দিরে সেইরকম কোনও বিশেষ সুবিধা লাভের ব্যবস্থা নেই। 

শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় প্রশংসা করে অনুপম আরও লেখেন, 'ভক্তদের ভালোবাসা এবং আয়োজকদের সুন্দর ব্যবহারেই তো ভগবান বিরাজমান। লক্ষাধিক মানুষ আসেন তবুও যে শৃঙ্খলা ও নিখুঁত ব্যবস্থা রয়েছে তা সত্যিই গর্বের। ভগবান গণপতির প্রতি ভক্তদের ভক্তি অটুট। গণপতি বাপ্পা মোরিয়া।' ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে অনুপমের মতের বিরোধীতা করেছেন নেটিজেনদের একংশ। 

Advertisment

কেউ লিখেছেন, 'আমরা যাঁরা সাধারণ মানুষ লালবাগচা রাজায় যাওয়া কমিয়ে দিয়েছি। কারণ সেলিব্রিটি ভিড় সামলানো মুশকিল হয়ে দাঁড়ায়। তাঁদের প্রায়শই বিশেষ সুবিধা দেওয়া হয় আর আমরা বাপ্পার এক ঝলক পেতেও হিমশিম খাই।' অপর এক ব্যক্তির মন্তব্য, 'আমাদের মতো সাধারণ ভক্তদের অভিজ্ঞতা মোটেই এতটা ভাল নয়। তাই যখন আপনি বলছেন ভিআইপি সুবিধা ছাড়াই গিয়েছিলেন তা পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয় না।'

আরও পড়ুন গান্ধীর সাজে বিবেকের সঙ্গে হাঁটি হাঁটি পা পা, 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে ভিডিও ভাগ অনুপমের

বড়পর্দায় মহাত্মা গান্ধীর ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে। সৌজন্যে দ্য বেঙ্গল ফাইলস। অবিভক্ত বাংলার ১৯৪০-এর সাম্প্রদায়িক হিংসা, বিশেষত ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালি দাঙ্গার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। আগামী ৫ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ফাইলস ট্রিলজির এই শেষ ভাগ। 

আরও পড়ুন 'ওঁদের পারিশ্রমিক দিতে পারিনি', 'সাইয়ারা' ঝড়ে বিপদের মুখে 'তানভি দ্য গ্রেট'-র পরিচালক অনুপম

Bollywood News anupam kher