Anupam Kher-Saiyaara: 'ওঁদের পারিশ্রমিক দিতে পারিনি', 'সাইয়ারা' ঝড়ে বিপদের মুখে 'তানভি দ্য গ্রেট'-র পরিচালক অনুপম

Anupam Kher Tanvi the Great: সাইয়ারা ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়েছে অনুপম খের পরিচালিত 'তানভি দ্য গ্রেট'। পরিস্থিতি এতটাই খারাপ ছবির কেন্দ্রীয় চরিত্রদের পারিশ্রমিক পর্যন্ত দিতে পারেননি পরিচালক।

Anupam Kher Tanvi the Great: সাইয়ারা ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়েছে অনুপম খের পরিচালিত 'তানভি দ্য গ্রেট'। পরিস্থিতি এতটাই খারাপ ছবির কেন্দ্রীয় চরিত্রদের পারিশ্রমিক পর্যন্ত দিতে পারেননি পরিচালক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অনুপমের আক্ষেপ

Tanvi the Great Vs Saiyaara: ১৮ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে আদ্যোপান্ত প্রেমের ছবি সাইরিয়া। আহান পাণ্ডে ও অনীত পাড্ডা জুটির প্রথম ছবি ঘিরে উচ্ছ্বসিত জেন জি। মুক্তির পরই সাইয়ারা জ্বরে কাবু সিনেপ্রেমীর একাংশ। বক্স অফিসে যেন তেহেলকা তৈরি করেছে মোহিত সুরি সাই পরিচালিত নতুন ছবি সাইরিয়া। আহান-অনীতের উষ্ণ প্রেমের ছোঁয়ায় পুড়ে ছারখার প্রেমিক হৃদয়। সাইয়ারা ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়েছে সমসাময়িক মুক্তিপ্রাপ্ত ছবি তানভি দ্য গ্রেট। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের পরিচালিত দ্বিতীয় ছবি তানভি দ্য গ্রেট সাইরিয়ার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারছে না। মুক্তির ন'দিনের মধ্যে ২০০ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। কিন্তু, তানভি দ্য গ্রেটের বক্স অফিস আয় খুবই সামান্য। আর সেই কারণে আর্থিক মুখে অনুপম। 

Advertisment

নতুন জুটি থেকে নতুন ছবির প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের। বলিউডে এই ধরণের ছবি ইন্ডাস্ট্রির অর্থনৈতিক ভিত শক্ত করবে বলেও দাবি করেন অভিনেতা-পরিচালক। একইসঙ্গে আবার আপেক্ষ, জনপ্রিয় পডকাস্টে অংশ নেওয়া থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার, অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো-র সঙ্গে বন্ধুত্বের জেরে নিউ ইয়র্কে ছবিটির প্রিমিয়ারের বন্দোবস্ত, কান চলচ্চিত্র উৎসব ও লন্ডনে প্রদর্শিত হওয়ার পরও সাফল্যের মুখ দেখল না তানভি দ্য গ্রেট। 

সাইরিয়ার সঙ্গে প্রতিযোগীতার ইঁদুর দৌঁড়ে একেবারে ডাহা ফেল। পরিচালক নিজেই জানাচ্ছেন, তানভি দ্য গ্রেট-এর পাঁচ দিনে আয় হয়েছিল দু'কোটিরও কম। অথচ সিনেমার বাজেট ৫০ কোটি। তিনি কোনও প্রযোজনা সংস্থার ছত্রছায়ার ছবিটি তৈরি করেননি। পরিচিতদের আর্থিক সাহায্যে তানভি দ্য গ্রেট বানিয়েছেন অনুপম খের। 

Advertisment

আরও পড়ুন 'আমাকে বাড়ি থেকে...', সন্তানের জন্য স্ত্রী নাতাশাকে নিয়ে কোন আতঙ্কের কথা শেয়ার করলেন বরুণ?

রিপাবলিক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপম জানান, প্রাথমিকভাবে যিনি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শ্যুটিং শুরুর কয়েক সপ্তাহ আগে ছবি থেকে সরে দাঁড়ান। অনিশ্চয়তার মধ্যেই দমে যাননি অনুপম বরং তিনি ভারত আমেরিকায় থাকা নিজের পরিচিত চিকিৎসক ব্যবসায়ী ও ব্যাঙ্কার বন্ধুদের কাছে সাহায্যের জন্য হাত পাতেন। তানভির জন্য ১০ জন সহ-প্রযোজক এগিয়ে আসেন। অনুপম বলেন, 'এটা অনেকটা ক্রাউড-ফান্ডেড প্রকল্পের মতো। আমি ওদের সিনেমার স্ক্রিপ্ট পাঠালে ভাল লাগে। তখনই ওঁরা টাকা দিতে রাজি হন। তবে কেউ আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেননি।'

এছাড়াও তানভি দ্য গ্রেট-এর পরিচালক অনুপম খের জানান, ছবির মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন অর্থাৎ অরবিন্দ স্বামী, জ্যাকি শ্রফ, পল্লবী জোশী ও বোমান ইরানি কেউই পারিশ্রমিক নেননি। পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে জানাতেই কী বলেছিলেন তাঁরা? অনুপম বলেন, 'আমি যখন বললাম পারিশ্রমিকটা পরে দেব। এখন আমার পক্ষে সম্ভব নয়। ওঁরা একটাই কথা বলেছিলেন, আমরা কি কিছু চেয়েছি?' 

আরও পড়ুন 'দেখতে দেখতে আজ...', শেফালির মৃত্যুর মাসপূর্তিতে আবেগপ্রবণ পোস্টে শ্রদ্ধাঞ্জলি পরাগ ও পোষ্যর

সিনেমার বক্স অফিস সফল্যের বিষয়ে অনুপমের মত, এটা ঠিক যে ছবিটি বিশেষ আয় করতে পারল না। আজকের দিনে আমরা একটা ছবির মান শুধুমাত্র বক্স অফিস পারফরম্যান্স দিয়ে বিচার করি। আমি আত্মপক্ষ সমর্থন করছি না, কিন্তু এখন সিনেমা অনেক বেশি বাণিজ্যিক হয়ে গেছে। আমি নিজেও তো এই বাণিজ্যিক দুনিয়ারই অংশ।'

আরও পড়ুন সম্পত্তির লোভে ঘরছাড়া করতে পারেন সৎপুত্র, আতঙ্কে কী সিদ্ধান্ত অনুপমের? জানলে তাজ্জব বনে যাবেন

anupam kher Bollywood News