scorecardresearch

”আরে কোহলি চার মার না”, ভাইরাল অনুষ্কার ভিডিও

বিরাট কোহলির ফ্যানের ভূমিকায় অনুষ্কা। বলছেন, ”আরে কোহলি, কী করছিস, চার মার না।” ভিডিও দেখে দু-ভাগে বিভক্ত সোশাল মিডিয়া।

”আরে কোহলি চার মার না”, ভাইরাল অনুষ্কার ভিডিও
ইতিমধ্যেই ১.৫ মিলিয়ন ভিউ ছাড়়িয়েছে এই ভিডিও। ফোটো- ইনস্টাগ্রাম

লকডাউনে একসঙ্গে গৃহবন্দী অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। তবে বলতেই হবে অনুষ্কা শর্মার দৌলতেই এই কোয়ারেন্টাইন সময়ে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট টিমের ফ্যানের ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন অনুষ্কা। ফলাফল, ট্রেন্ডিং কোহলি।

কোহলি নাকি ফ্যানেদের মিস করছেন, ক্রিকেটের মাঠ মিস করছেন, তাই পিচে নামলেন মিসেস কোহলি। ভিডিওতে দেখা যাচ্ছে গলা ফাটিয়ে অনুষ্কা বলছেন, এই কোহলি, ”এই কোহলি, কী করছিস, চার মার না চার।”

ইতিমধ্যেই এই ভিডিও ৫.৪ মিলিয়ন ভিউ পেয়েছে। টুইটারে ট্রেন্ড করছেন বিরাট কোহলি।

আরও পড়ুন, ‘আবার হাসবে বাংলা’, বিশ্বাসে ভর করে রাজের সঙ্গে একজোট টলিউড

ভিডিও শেয়ার করে অনুষ্কা শর্মা লিখছেন, ”আমার মনে হল ও নিশ্চয়ই মাঠকে মিস করছে। এমনকি লক্ষ লক্ষ ফ্যানেদের চিত্কারও, এই ধরনের ভক্তদের তো আলবাত মনে পড়ছে। তাই ওকে সেরকম মনে করানোর চেষ্টা করলাম।”

আরও পড়ুন, ‘সাম্প্রদায়িক হিংসামূলক পোস্ট’, কঙ্গনার দিদির টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

তবে অনুষ্কার জোরে চিতকারের পর বিরাটের চাহনিটাও অনবদ্য। চোখ তুলে স্ত্রীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মাত্র।

অভিনেতা কার্তিক আরিয়ন, কমেন্ট করে লিখেছেন, আমি এই রকম ফ্যান। বলিউডের প্রায় প্রত্যেকে মজা পেয়ে কমেন্ট করেছেন ভিডিয়োর নীচে। করণ জোহর, রণবীর সিং, জোয়া আখতার, নন্দীশ সাধু, নীনা গুপ্তা, অর্জুন কাপুর কে নেই তালিকায়।

কিছুদিন আগেও ভারতের অধিনায়কের চুল কেটে ভাইরাল হয়েছিলে অনুষ্কা শর্মা। করোনা আতঙ্কে ঘরবন্দি হওয়ার পর থেকেই কিছু না কিছু মজার করে চলেছেন অনুষ্কা। সেই তালিকায় নয়া সংযোজন। বেচারা বিরাট!!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anushka sharmas imitation on indian cricket kohlis name is on trends