Anushka Shetty: বক্স অফিসে ছবি ধরাশায়ী হতেই বিরাট সিদ্ধান্ত, কী করলেন 'বাহুবলী' খ্যাত অনুষ্কা?

Anushka Shetty social media break: ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অনুষ্কা অভিনীত 'ঘাটি'। ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পরতেই বিরাট সিদ্ধান্ত অভিনেত্রীর।

Anushka Shetty social media break: ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অনুষ্কা অভিনীত 'ঘাটি'। ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পরতেই বিরাট সিদ্ধান্ত অভিনেত্রীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অনুষ্কার বিরতি

 Anushka Shetty Announcement: দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি। ব্লকবাস্টার মুভি 'বাহুবলী'-তে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে সকলের নজর কেড়েছিলেন। দেবসেনার চরিত্রে অনুষ্কার দুর্দান্ত অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। শুক্রবার অনুষ্কা শেট্টি ঘোষণা করেন, তিনি সোশ্যাল মিডিয়ায় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অনুষ্কা অভিনীত 'ঘাটি' (Ghaati)। ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পরতেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, হাতে লেখা একটি নোটের মাধ্যমে সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন অনুষ্কা শেট্টি। 

Advertisment

আরও পড়ুন হাতে ব্যাণ্ডেজ-হাসপাতালে ভিকি জেইন, আচমকা কী হল অঙ্কিতার স্বামীর?

এক্স হ্যান্ডেলে সাদা কাগজে অভিনেত্রী লিখেছেন, 'নীল আলো ছেড়ে এবার মোমবাতির আলোর দিকে যাচ্ছি। কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি। কিছু নতুন গল্প নিয়ে আবার ফিরব। আরও একবার এই জগতের সঙ্গে যুক্ত হব। এমন কিছু খবর নিয়ে আসব যা সবাইকে চমকে দেবে। আবার ভালবাসার গল্প বলব। কাজে মনোযোগ দেব আর খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সবসময়ে হাসিখুশি থাকবেন সবাই। ভালবাসা, অনুষ্কা শেট্টি।' পোস্টটি শেয়ার করে অনুষ্কা ক্যাপশনে লেখেন, 'ভালবাসা...সবসময়ের জন্য।'

Advertisment

দেবসেনার ভক্তরা অনুষ্কার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, 'ওহ মাই গড! তুমি আবার আসল পৃথিবীতে ফিরছ। তোমাকে দেখার অপেক্ষায় রইলাম, স্যুইটি।' অপর এক অনুরাগী লেখেন, 'তুমি উত্থান-পতন সবই দেখেছ। এটা নতুন নয়, ইতিহাস তৈরি করা লেডি সুপারস্টারকে আবার দেখার অপেক্ষায় রইলাম। কিছুদিন বিরতি নাও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসো স্যুইটি।' অনুষ্কার এক ভক্ত আবার লিখেছেন, 'স্যুইটি, অনুগ্রহ করে ভাল পরিচালকদের সঙ্গে কাজ কর যাঁরা তোমার প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তুমি সর্বকালের সেরা।'

অনুষ্কার পরবর্তী ছবি রোজিন থমাসের হরর ফ্যান্টাসি থ্রিলার, 'The Wild Sorcerer'। এই ছবির মাধ্যমে মালায়ালি সিনেমায় অনুষ্কার অভিষেক ঘটবে। ছবিতে তিনি এক তাঁতী, নীলা-র চরিত্রে অভিনয় করবেন। অনুষ্কা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামজাদা তারকারা। 

আরও পড়ুন 'আপনি সত্যিই শিশুদের...', 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিবেককে তুলোধনা ইউটিউবার ধ্রুবর

Entertainment News