The Bengal Files-Dhruv Rathee: 'আপনি সত্যিই শিশুদের...', 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিবেককে তুলোধনা ইউটিউবার ধ্রুবর

Vivek Agnihotri-Dhruv Rathee: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্ক তুঙ্গে। এ মাঝেই বিবেককে খোঁচা ইউটিউবার ধ্রুব রাঠী। নেপথ্যে কী কারণ?

Vivek Agnihotri-Dhruv Rathee: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্ক তুঙ্গে। এ মাঝেই বিবেককে খোঁচা ইউটিউবার ধ্রুব রাঠী। নেপথ্যে কী কারণ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিবেককে কটাক্ষ

The Bengal Files Controversy: ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবি মুক্তির পরই বিতর্কের পারদ একেবারে ঊর্ধমুখী। ইতিহাস বিকৃতিকরণের অভিযোগে জর্জরিত বিবেকের দ্য বেঙ্গল ফাইলস। এর মাঝেই ১৩ সেপ্টেম্বর শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে প্রদর্শিত হচ্ছে 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরেও একেবারে ধুন্ধুমার। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিবেকের দ্য বেঙ্গল ফাইলস। বাংলা ইন্ডাস্ট্রির একাংশ থেকে বাংলাদেশের লেখিকা-সমাজসংস্কারক তসলিমা নাসরিন সমালোচনায় মুখর। এবার বিবেককে একহাত নিলেন ইউটিউবার ধ্রুব রাঠী।

Advertisment

বিবেক অগ্নিহোত্রী এক্স হ্যান্ডেলে দ্য বেঙ্গল ফাইসল-এর হাউজফুল একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, 'A' সার্টিফিকেট অনুমোদিত ছবি পরিবারের সঙ্গে ছোটরাও দেখছে। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। ইউটিউবার ধ্রুব রাঠী পরিচালককে বিদ্রুপ করে লিখেছেন, 'আপনি কি সত্যিই শিশুদেরকে একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছবি দেখাচ্ছেন? এটা আইনত দ্বন্জনীয় অপরাধ। রক্তপাত, সহিংসতা ও ভয়াবহ দৃশ্য শিশুমনের উপর গভীর চাপ সৃষ্টি করে। শৈশবকে মানসিকভাবে আঘাত করছেন।'

Advertisment

আরও পড়ুন হাইকোর্টে স্বস্তি মিলতেই আরও এক সুখবর, কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিশেষ প্রদর্শন, জানুন দিনক্ষণ

এই ঘটনায় আরও একবার আলোচনায় উঠে এল ভারতীয় সিনেমা হলে নিয়মনীতি কার্যকরভাবে মানা হচ্ছে কিনা। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) দ্বারা দেওয়া 'A' সার্টিফিকেট অনুযায়ী, কেবলমাত্র ১৮ বছর বা তার ঊর্ধ্বে বয়সীদেরই এই ধরনের ছবি দেখার অনুমতি রয়েছে। কিন্তু, সেই জায়গায় বড়দের হাত ধরে সিনেমাহলে উপস্থিত শিশুরাও। দ্য বেঙ্গল ফাইলস-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী যোশী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দর্শন কুমার ও সিমরত কৌর, শাশ্বত চট্টোপাধ্যায়,  সৌরভ দাস, মোহন কাপুর, প্রিয়াংশু চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।  

আরও পড়ুন 'কোনও উটকো লোক দ্য বাংলাদেশ ফাইলস...'! 'দ্য বেঙ্গল ফাইলস'-এ বিরক্ত, বিবেককে তোপ তসলিমার

Vivek Agnihotri The Bengal Files