Aparna Sen: অপর্ণা সেনের সঙ্গে গভীর প্রেম, বাঙালি অভিনেত্রীর জন্য এই কাজ করেন দক্ষিণের সুপারস্টার ..

Shruti Hasan: সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভাষার প্রতি নিজের ভালোবাসার পেছনে বাবার প্রভাবের কথা জানান এবং কমল হাসানকে নিয়ে একটি অজানা ঘটনা শেয়ার করেন।

Shruti Hasan: সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভাষার প্রতি নিজের ভালোবাসার পেছনে বাবার প্রভাবের কথা জানান এবং কমল হাসানকে নিয়ে একটি অজানা ঘটনা শেয়ার করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparna

যা যা বললেন কমল হাসানের কন্যা...

 অভিনেত্রী ও গায়িকা শ্রুতি হাসান তাঁর বহুভাষিক দক্ষতা এবং ভারতের বিভিন্ন আঞ্চলিক সিনেমায় কাজের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভাষার প্রতি নিজের ভালোবাসার পেছনে বাবার প্রভাবের কথা জানান এবং কমল হাসানকে নিয়ে একটি অজানা ঘটনা শেয়ার করেন।

Advertisment

‘কুলি’ ছবির সহ-অভিনেতা সত্যরাজের সঙ্গে এক প্রচারমূলক আলাপচারিতায় সত্যরাজ শ্রুতির প্রশংসা করেন, উল্লেখ করেন যে তিনি তাঁর বাবার মতোই বহু ভাষা জানেন। তিনি আরও বলেন, কমল হাসান একসময় একটি বাংলা ছবি করেছিলেন এবং সেই ছবির জন্য ভাষাটি শিখেছিলেন। তবে শ্রুতি সেই ধারণা ভেঙে দিয়ে জানান, কমল হাসান কোনও চরিত্রের জন্য নয়, অভিনেত্রী অপর্ণা সেনকে মুগ্ধ করার জন্যই বাংলা শিখেছিলেন।

Bollywood: জন্ম হয় গ্যারেজে, টাকা ধার করে করেই, এই অভিনেতাকে 'অপয়া' …

Advertisment

শ্রুতির কথায়, "আপনি জানেন, কেন তিনি বাংলা শিখেছিলেন? কারণ তখন অপর্ণা সেনের সঙ্গে তাঁর প্রেম ছিল, আর তাঁকে ইমপ্রেস করার জন্যই বাংলা শিখেছিলেন, ছবির জন্য নয়।" তিনি আরও জানান, কমল হাসান রানী মুখার্জি অভিনীত এক বাঙালি চরিত্রের নামও অপর্ণা সেনের নামে রেখেছিলেন।

এর আগেও, মদন গৌরির সঙ্গে কথোপকথনে শ্রুতি নিজের বেড়ে ওঠার গল্প শেয়ার করেছিলেন। তিনি জানান, কমল হাসানের কন্যা হওয়ার কারণে সবসময় তাঁকে বাবার নামেই চেনা হতো। বলেন, "মানুষ সব সময় অ্যাপ্পার কথা জিজ্ঞাসা করত। আমি চাইতাম আমাকে শ্রুতি হিসেবেই চিনুক। ছোটবেলায় আমি মজার ছলে বলতাম, আমার বাবার নাম ডাঃ রামচন্দ্রন, আর আমি পূজা রামচন্দ্রন- এ নামটাও নিজেই বানিয়েছিলাম।" 

Vivek Agnihotri-The Bengal Files: 'তছনচ হয়ে যাবে আশ্রম...', বাংলার বাউলশিল্পী কেন একথা বলেন বিবেককে?

তবে সময়ের সঙ্গে সঙ্গে শ্রুতি তাঁর বাবার বিরাট জনপ্রিয়তাকে গ্রহণ করতে শিখেছেন। তাঁর কথায়, “বাবার পোস্টার যখন চারপাশে ছড়িয়ে থাকে, তখন তাঁর খ্যাতি থেকে নিজেকে আলাদা করা কঠিন। আজ আমি নিজেই চাই না, আমাকে কমল হাসান থেকে আলাদা করে দেখা হোক।”

Aparna Sen Entertainment News Today