Arbaaz Khan-Sshura Khan Baby: খানদান পরিবারে ছোট্ট সোনার পদধূলি, পুত্র না কন্যা সন্তানের মা-বাবা হলেন আরবাজ-সুরহা?

Arbaaz Khan and Sshura Khan Baby: শনিবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরবাজ ঘরনি সুরহা। রবিবাসরীয় ছুটির দিনে আরবাজ-সুরহার কোল আলো করে এল তাঁদের প্রথম সন্তান।

Arbaaz Khan and Sshura Khan Baby: শনিবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরবাজ ঘরনি সুরহা। রবিবাসরীয় ছুটির দিনে আরবাজ-সুরহার কোল আলো করে এল তাঁদের প্রথম সন্তান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বাবা হচ্ছেন আরবাজ

বাবা হলেন আরবাজ

Arbaaz Khan and Sshura Khan: মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের বেশ কিছু বছর পর সুরহা খানের সঙ্গে ফের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। বিয়ের দুবছর পূর্তির আগেই দুই থেকে তিন হলেন অভিনেতা-প্রযোজক। প্রথম পক্ষের পুত্র সন্তানের পর এবার খানদান পরিবারে পড়ল লক্ষ্মীর পদধূলি। কোজাগরী লক্ষ্মী পূজোর আগেই সুরহার কোলে এল লক্ষ্মীসোনা। খুশির জোয়ারে ভাসছে খান পরিবার। নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়জন থেকে সতীর্থ ও ভক্তরা। 

Advertisment

সাধভক্ষণের ছ'দিনের মাথায় হাসপাতালে ভর্তি হলেন আরবাজের অন্তঃসত্ত্বা স্ত্রী সুরহা খান। মুম্বইয়ে খারের হিন্দুজা হাসপাতালের বাইরের একটি ভিডিও নেটভুবনে ঝড়ের গতিতে ভাইরাল। এই ভিডিও দেখেই নেটনাগরিকরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছিলেন। বেশ ভালই বোঝা যাচ্ছিল পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতি শুরু। রবিবাসরীয় দুপুরে এল সেই খুশির খবর। পরিবারে লক্ষ্মীছানার আগমন হতে ফের কাকা হলেন বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খান। অরবাজ-সুরহা কখন আনুষ্ঠানেকভাবে মা-বাবা হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেবেন সেই অপেক্ষায় ভক্তরা। 

প্রসঙ্গত, টাইমস অফ ইন্ডিয়াকে আরবাজ দ্বিতীয়বার বাবা হওয়ার আগের মুহূর্তের আনন্দ ভাগ করে বলেছিলেন, 'হ্যাঁ, আমি বাবা হচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনের এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষা করছি। কয়েকদিনের মধ্যেই আমি দ্বিতীয়বার বাবা হব। নতুন করে পিতৃত্বের জার্নি শুরু হবে।'

Advertisment

আরও পড়ুন কাউন্টডাউন শুরু, সাধভক্ষণের পরই হাসপাতালে আরবাজের স্ত্রী সুরহা, ভাইরাল ভিডিও

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সুরহা খানের সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আরবাজ খান। রংমিলান্তি হলুদ পোশাকে বেবি সাওয়ারের অনুষ্ঠানে আসেন নিউলি পেরেন্টস। অভিনেতার পরণে ছিল হলুদ শার্ট ও সাদা প্যান্ট। অন্যদিকে লম্বা হলুদ গাউনে সুরহা যেন একেবারে হলুদ পরী। খোলা চুল আর পশ্চিমী পোশাকে প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল। ক্যামেরার সামনে হাসিমুখে কিছু ছবির জন্য পোজ দেন সেলেব দম্পতি আরবাজ-সুরহা। 

পাপারাজ্জিদের আবদার রক্ষা করেই অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে অনুষ্ঠানস্থলে নিয়ে যান হবু বাবা আরবাজ খান। তাঁদের জীবনের এই বিশেষ দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে হাজির ছিলেন প্রথম পক্ষের ছেলে অর্থাৎ আরবাজ মালাইকা অরোরার সন্তান আরহানও। এছা়ড়াও সলমানের সঙ্গে সুরহা খানের সাধের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লুলিয়া ভান্তুর। 

আরও পড়ুন রংমিলান্তি পোশাকে 'উড বি পেরেন্টস', সুরহা-র সাধের অনুষ্ঠানে হাজির আরবাজ-মালাইকার সন্তান আরহান

Arbaaz Khan