/indian-express-bangla/media/media_files/2025/10/04/adsad-2025-10-04-15-34-26.jpg)
পরিবারে আসছে নতুন সদস্য
Sshura Khan Hospitalized: দীর্ঘ টালবাহানার পর স্ত্রীর অন্তঃসত্ত্বার খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেতা-প্রযোজক আরবাজ খান। যদি সাধের অনুষ্ঠানে কোনওরকম গোপনীয়তা বজায় রাখেননি সেলেব দম্পতি। বরং রংমিলান্তি পোশাকে হাতে হাত রেখে বেবি সাওয়ারের অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন আরবাজ-সুরহা। ২৯ সেপ্টেম্বর সোমবার জমকালো সাধের অনুষ্ঠানের রঙিন মুহূর্ত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধভক্ষণের ছ'দিনের মাথায় হাসপাতালে ভর্তি হলেন অন্তঃসত্ত্বা সুরহা। মুম্বইয়ে খারের হিন্দুজা হাসপাতালের বাইরের একটি ভিডিও নেটভুবনে ঝড়ের গতিতে ভাইরাল। এই ভিডিও দেখে প্রাথমিক অনুমান, পরিবারে নতুন সদস্যের আগমনের প্রস্তুতি শুরু।
আরও পড়ুন ঈদের আগেই সুখবর, ২৫ বছরের ছোট সুরহার সন্তানের বাবা হচ্ছেন ৬০ ছুঁইছুঁই আরবাজ
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর ২০২৩-এ সুরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। বিয়ে থেকে বেবি সাওয়ারের অনুষ্ঠান ধুমধাম করেই আয়োজন করেছে খান পরিবার। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সুরহা খানের সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আরবাজ খান। তাঁদের জীবনের এই বিশেষ দিনটিকে আরও একটু স্পেশাল করে তুলতে হাজির ছিলেন প্রথম পক্ষের ছেলে অর্থাৎ আরবাজ মালাইকা অরোরার সন্তান আরহানও। এছা়ড়াও সলমানের সঙ্গে সুরহা খানের সাধের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লুলিয়া ভান্তুর।
রংমিলান্তি হলুদ পোশাকে বেবি সাওয়ারের অনুষ্ঠানে আসেন হবু মা-বাবা অরবাজ খান ও সুরহা খান। অভিনেতার পরণে ছিল হলুদ শার্ট ও সাদা প্যান্ট। অন্যদিকে লম্বা হলুদ গাউনে সুরহা যেন একেবারে হলুদ পরী। খোলা চুল আর পশ্চিমী পোশাকে প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল। ক্যামেরার সামনে হাসিমুখে কিছু ছবির জন্য পোজ দেন সেলেব দম্পতি আরবাজ-সুরহা। পাপারাজ্জিদের আবদার রক্ষা করেই অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে অনুষ্ঠানস্থলে নিয়ে যান হবু বাবা আরবাজ খান।
টাইমস অফ ইন্ডিয়াকে আরবাজ দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে বলেছিলেন, 'হ্যাঁ, আমি বাবা হচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনের এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষা করছি। কয়েকদিনের মধ্যেই আমি দ্বিতীয়বার বাবা হব। নতুন করে পিতৃত্বের জার্নি শুরু হবে।'
আরও পড়ুন রংমিলান্তি পোশাকে 'উড বি পেরেন্টস', সুরহা-র সাধের অনুষ্ঠানে হাজির আরবাজ-মালাইকার সন্তান আরহান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us