Advertisment
Presenting Partner
Desktop GIF

বিবেক জাগে শুধু বাংলায়? অরিজিৎকে তুলোধোনা কুণাল ঘোষের...

Arijit Singh RG kar - আর কবে? আর জি করের হয়ে প্রতিবাদী গান গেয়েছিলেন অরিজিৎ। তারপরেই, আজ কুণাল ঘোষের তরফে শুনলেন কটাক্ষ। বললেন, হিন্দি ভাষায় কেন প্রতিবাদের গান হবে না?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
arijit singh accused by kunal ghosh

Arijit Singh accused by Kunal Ghosh- কী বলছেন কুণাল?

 

Advertisment

অরিজিৎ সিংকে টেনে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। শেষে কিনা গান গাওয়ার অপরাধে বিশ্ব বিখ্যাত শিল্পীকে নিয়ে এহেন কথা বলেন তিনি? আর জি করের প্রতিবাদে আওয়াজ তুলেছেন গানের সুরেই, তাতেই এই অবস্থা।

ঘটনা ঘটার বেশ অনেকদিন পর অরিজিৎ গান গেয়ে প্রতিবাদ করেছেন। এতদিন তিনি আড়ালে ছিলেন কেন, এই নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। কিন্তু তাতে কী এসে যায়? আর কবে গানটির মাধ্যমেই প্রতিবাদ জানিয়েছেন অরিজিৎ। "কন্ঠ কবে শক্তি পাবে, চিত্ত কবে স্বাধীন হবে..." গানটির প্রতিটা লাইনেই আওয়াজ জোরালো এবং ক্রান্তির উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন  -  Sudipta Chakraborty: 'নিজেকে আপাদমস্তক নাইটিতে না ঢেকে চেষ্টা করুন...', ছেলের মায়েদের কড়া উপদেশ সুদীপ্তার 

আর অরিজিতের এই গান দেখেই, নানা প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি টুইটারে বেশ সক্রিয়। নানা কিছুতেই মন্তব্য করেন। এবার অরিজিৎকে বুঝিয়ে দিলেন কলকাতায় থেকেই করতে পারছেন, মুম্বাইয়ে গিয়ে আর সম্ভব না। তাই তো তিনি প্রকাশ্যে লিখলেন...

আরও পড়ুন  -  Zoya Akhter: 'মেয়েরা মার খাচ্ছে-যৌন হেনস্থার শিকার, সেটা দেখছেন কিন্তু চুমু খাচ্ছে দেখবেন না...?' ঠোঁটকাটা জোয়া আখতার

কী বক্তব্য কুণালের?  

"অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?” 

/

যদিও, অরিজিৎ এই প্রসঙ্গে নিজের অফিসিয়াল ওয়েবসাইট পেজ থেকে কোনও মন্তব্য করেননি। আর আজ সকাল থেকেই টলিউডকে বিঁধে চলেছেন কুণাল। শাসকদল ঘনিষ্ঠ অভিনেতাদের আরও বেশি করে আক্রমণ করে চলেছেন তিনি। কারণ, আজ বাংলাকে নিয়ে বানানো একটি মিথ্যে সিনেমা মুক্তি পেতে চলেছে। বিদ্বেষ মিথ্যা ছড়ানো একটি ছবি যেটি রাজ্যের নাম খারাপ করতে পারে, তখন প্রতিযোগিতার অভাব। তিনি এও বলেছেন… 

“বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে, বাংলা ছবির জগৎ, বিশেষভাবে @AITCofficial সঙ্গে যুক্তরা অবিলম্বে তার প্রতিবাদ করুক। টুইটে, সাংবাদিক বৈঠকে, প্রতীকী ধর্ণায়। যাঁরা এটা করবেন না, সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক।”

 

tollywood Kunal Ghosh Arijit Singh RGKar medical college & hospital
Advertisment