/indian-express-bangla/media/media_files/2025/04/28/ZwgLvYGjMMIbbEMUQhj7.jpg)
গুরু বিয়োগ অরিজিতের...
Arijit Singh: দীর্ঘ অসুস্থতার পর দিন তিনেক আগে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাসভবনে প্রয়াত প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও অরিজিৎ সিংয়ের গুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগতে।
বৃহস্পতিবার রাতেই খবর পেয়ে অরিজিৎ সিং, বাবা কক্কর সিং এবং বোন অমৃতা সিং মজুমদারকে সঙ্গে নিয়ে শিক্ষকের শেষকৃত্যে অংশ নিতে জিয়াগঞ্জে পৌঁছান। শিষ্য হিসেবে গুরুদেবকে শেষ শ্রদ্ধা জানান তিনি।
Parineeti Chopra: রাঘবের আগ্রাসী মনোভাবে ক্লান্ত হবু মা পরিণীতি! প্রকাশ্যেই জানালেন বড় সত্য..
হাজারির জামাতা শঙ্কর মণ্ডল সংবাদমাধ্যমে বলেন, “বিজয়া দশমীর মতো এক শুভ দিনে এমন এক গুণী মানুষ আমাদের ছেড়ে চলে যাবেন, এটা বিশ্বাস করা কঠিন। অরিজিৎ সিং সহ বহু শিল্পী তাঁর হাত ধরে গড়ে উঠেছেন। এমনকি অরিজিতের মা অদিতি এবং বোন অমৃতাও তাঁর কাছেই সংগীত শিক্ষা নিয়েছেন।”
জিয়াগঞ্জের বিশিষ্ট হাজারি পরিবার বহু প্রজন্ম ধরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ধারক ও বাহক হিসেবে পরিচিত। রাজেন্দ্র প্রসাদ হাজারি, ধীরেন্দ্র প্রসাদ হাজারি এবং বীরেন্দ্র প্রসাদ হাজারি – তিন ভাই-ই সংগীতচর্চার জগতে সুপরিচিত নাম। বীরেন্দ্রপ্রসাদ হাজারি শুধু শাস্ত্রীয় সংগীতে নয়, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানেও পারদর্শী ছিলেন।
জীবনভর তিনি এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে সংগীত শিক্ষা দিয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই অরিজিৎ সিংয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীর সংগীতজীবনের বীজ রোপিত হয়েছিল।