Advertisment
Presenting Partner
Desktop GIF

Arindam Sil: 'ওকে কোলে বসতে বলেছিলাম, কিন্তু..', যৌন হেনস্থার অভিযোগ উঠতেই সাফাই গাইলেন অরিন্দম শীল

Arindam Sil Updates: অরিন্দমের কথায় তিনি পুরোটাই মহিলা কমিশনকে জানিয়েছেন। যে চিঠি তিনি লিখেছেন, অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। অভিনেত্রী খারাপ লাগাকে মান্যতা দিয়ে তিনি ক্ষমাও চান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arindam sil

Arindam Sil: নিজের সমর্থনে কী বলছেন অরিন্দম?

পরিচালক অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। গতকালই, ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর বোর্ড থেকে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে। এবং পরিচালক জানিয়েছেন, সমস্ত ঘটনা ঘটানো হয়েছে তাকে না জানিয়েই। তার সাথে কথা না বলে সদস্যপদ বাতিল করে দেওয়া হবে একথা ভাবতেও পারিনি অরিন্দম।

Advertisment

কিছু মাস ধরেই, টলিউডের এক পরিচালক কে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অভিনেত্রীরা তার বিরুদ্ধে অভিযোগ করে এমন জানিয়ে ছিলেন, কাজ দেওয়ার নাম করেই নাকি অভিনেত্রীদের সঙ্গে শ্লীলতাহানি করেন সেই পরিচালক। গতকাল রাতে অরিন্দম শীলের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে যা হলো তাতেই আনন্দে আত্মহারা অনেক অভিনেত্রীরা।

আরও পড়ুন  -  Arindam Sil: টলিউডে যৌন হেনস্থার অভিযোগে ছারখার অরিন্দম শীল, পরিচালকের বিরাট ক্ষতিতে তুমুল আনন্দ স্বস্তিকার...

শীল মহিলা কমিশনের কাছে, ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছিলেন, যাতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন কোন অভিনেত্রী যদি তার এই আচরণে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত। আর আজ সকাল হতে তিনি নিজের হয়ে সাফাই গাইলেন। সেদিন আসলেই কি ঘটেছিল, সে কথায় প্রকাশ্য আনার চেষ্টা করলেন তিনি।

পরিচালক জানান, যেহেতু তিনি নিজে একজন অভিনেতা, এই দরকার পড়লেও তিনি সেটে অভিনয় করে দেখান। সেদিন ঐরকমই একটি কাজ করছিলেন তিনি। যাতে অভিনেতা অভিনেত্রীদের বুঝতে সুবিধা হয়, সে কারণেই তিনি এই কাজ করতেন। তিনি বললেন, "সেদিন একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ছিল। কোনরকম বেড সিন বা লিপলক না থাকলেও, সেটি এক কথায় ঘনিষ্ঠ দৃশ্য। যেখানে দেখা যাবে অভিনেতা চেয়ারে বসে এবং তার কোলের উপরে অভিনেত্রী। কিভাবে শুটিং করা হবে সেটা বোঝাতেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সাল করতে শুরু করি। আমি অভিনেত্রীকে বলি আমার কোলের উপর বসতে। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোন অসুবিধা আছে কিনা? আমি ওকে বারবার প্রশ্ন করেছিলাম, কোনও অসুবিধা নেই তো তোর? সব ঠিক আছে তো?"

আরও পড়ুন  -  Rajdeep-Tonni: মাস দেড়েক আগে ইঙ্গিত দিয়েছিলেন এক অভিনেত্রীই, রাজদীপ - তন্বীর প্রেম নিয়ে চর্চা তুঙ্গে...

কিন্তু এরপরেই পরিচালকের তরফে এমন এক কান্ড হয়, যাতে অভিযোগকারীনি অভিনেত্রী আর নিজেকে ধরে রাখতে পারিনি। পরিচালক বলেন, "কোনভাবে সেই অভিনেত্রীর গালে আমার মুখ ঠেকে যায়। যদিও সেটা অনিচ্ছাকৃত। পুরোটাই অ্যাক্সিডেন্ট।"

এরপরে অভিনেত্রী, অভিযোগ দায়ের করেন। যদি অরিন্দমের কথায় তিনি পুরোটাই মহিলা কমিশনকে জানিয়েছেন। যে চিঠি তিনি লিখেছেন, অনিচ্ছাকৃত শব্দটি বাদ দিতে বলা হয়। অভিনেত্রী খারাপ লাগাকে মান্যতা দিয়ে তিনি ক্ষমাও চান। কিন্তু তারপরও পরিচালকের দাবি, যেদিন এই বিতর্ক ঘটেছিল সেদিন ফ্লোরে অনেকেই উপস্থিত ছিলেন তারা জানেন আসলে কি ঘটেছিল।

উল্লেখ্য, গতকাল রাত্রে অরিন্দম শীলের সদস্যপদ স্থগিত হওয়ার পর, স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম এই জীবদ্দশায় দেখতে পারবো না। কিন্তু কুড়ি বছর পরে হলেও ভগবান যে এইটুকু কথা রেখেছেন তাই অনেক।

tollywood Arindam Sil tollywood news
Advertisment