Advertisment
Presenting Partner
Desktop GIF

Arun Chakrabarty Death : লাল পাহাড়ির দেশ ছেড়ে না ফেরার দেশে পাড়ি! প্রয়াত কালজয়ী গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী

Arun Chakrabarty Lal Paharir Deshe Ja : লাল পাহাড়ির দেশে যা, এই গানের মাহাত্ম্য আজ আর নতুন করে বলার অপেক্ষাই রাখে না। জীবনাবসান এই গানের স্রষ্টা অরুণ চক্রবর্তীর।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রয়াত কালজয়ী গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী

প্রয়াত কালজয়ী গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী

Arun Chakrabarty Passes Away : সংগীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত কবি অরুণ চক্রবর্তী যিনি ছিলেন সর্বকালের অন্যতম সেরা লোকসংগীত লাল পাহাড়ির দেশে গানের স্রষ্টা। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় কবি অরুণ চক্রবর্তীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত শিল্পীমহল। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন তিনি। তখনই ঠান্ডা লেগেছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে করোনার পর থেকেই ফুসফুসেও সমস্যা ছিল প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর। লাল পাহাড়ির দেশে গানের মধ্যে দিয়েই মানুষের মনে থেকে যাবেন। 

Advertisment

অরুণ চক্রবর্তী সর্বদাই স্যান্টাক্লজের আদলে লাল পোশাক পরে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়াতেন। বাচ্চাদের দেখলেই চকোলেট বিতরণ করতেন। মাথায় থাকত রঙিন রুমাল। লাল পাহাড়ির দেশে গানের স্রষ্টার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে হুগলির কবি-সাহিত্যিক মহলে।

প্রয়াত কবির পরিবার সূত্র মোতাবেক, অরুণ চক্রবর্তীর দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সেখানে মুক্তমঞ্চে শায়িত থাকবে কবির দেহ। তাঁর গুণগ্রাহীরা আসবেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। কবি অরুণ চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হবে শ্যামবাবুর ঘাটে।

 আরও পড়ুন : খসে পড়ল পথের পাঁচালীর আরেকটি পাতা, প্রয়াত সত্যজিতের 'দুর্গা' উমা দাশগুপ্ত

চুঁচুড়া ফার্ম সাইড রোডে অরুণ চক্রবর্তীর বাড়ি,‘সোনাঝুরি’। রেখে গেলন তাঁর স্ত্রী, দুই পুত্র, পুত্রবধূ ও নাতিদের। প্রসঙ্গত, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন তিনি। হিন্দুস্তান মোটরে চাকরি করতেন। সেই সঙ্গে চলত লেখালেখিও।

আরও পড়ুন: উপরে জমজমাট থিয়েটার গ্রুপ তৈরি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই: মানসী সিনহা

লাল পাহাড়ির দেশে গানটি তাঁকে এনে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। ওই কবিতা পরে সংগীতের আকারে তুমুল জনপ্রিয় হয়। ১৩ থেকে ৮৩ লোকমুখে ফেরে এই গান। বাংলার লোকসংস্কৃতি নিয়েও চর্চা করতেন অরুণ চক্রবর্তী। পাহাড়, জঙ্গল এবং আদিবাসী এলাকায় ঘুরতেন। লাল পাহাড়ের দেশে-এর সুরেই অমর হয়ে থাকবেন কবি অরুণ চক্রবর্তী। 

 

 

 

bengali culture bengali poetry Bengali Literature Bengali Television Bengali News Bengali Singer Bengali Music Bengali Film Industry
Advertisment