অভিনেত্রী এলি আভরাম ও জনপ্রিয় ইউটিউবার আশিস চঞ্চলানি সম্প্রতি একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, “Finally”—আর তাতেই রীতিমতো হইচই পড়ে যায় অনলাইনে। মুহূর্তের মধ্যে ভক্তদের অভিনন্দনে ভরে ওঠে তাঁদের জীবন। অনেকেই ধরে নেন, এই পোস্টের মাধ্যমে তারা নিজেদের সম্পর্ককে ‘অফিশিয়াল’ করে দিলেন।
জল্পনার সূত্রপাত অবশ্য আরও আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে, যখন এই জুটিকে একসাথে একটি অনুষ্ঠানে দেখা যায়। তখন থেকেই তাঁদের নিয়ে ডেটিংয়ের গুঞ্জন ছড়ায়। তাই “Finally” লেখা পোস্টটি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো এবার প্রেম স্বীকার করে নিলেন তাঁরা। কিন্তু তা ছিল এক কৌশলী চাল। পোস্টটি ছিল তাঁদের নতুন মিউজিক ভিডিও “চন্দনিয়া”-র প্রচারের অংশ। লাইভে এসে সত্যিটা বললেন এলি-আশিস।
“চন্দনিয়া” মুক্তির পর, দু’জনে ইনস্টাগ্রামে লাইভে এসে সমস্ত জল্পনার অবসান ঘটান। আশিস বলেন, “আমরা ভাবতেই পারিনি, ব্যাপারটা এত বড় হবে। এটা নিছকই মজা করার জন্য ছিল। তবে সবার ভালোবাসা ও সমর্থনের জন্য আমি ও এলি সত্যিই কৃতজ্ঞ।” এলি যোগ করেন, “অনেকেই আমাদের অভিনন্দন জানিয়েছেন। সত্যি বলতে, এত মিষ্টি বার্তা দেখে মন ভালো হয়ে গিয়েছিল।”
Paresh Rawal: নিজের মুত্র নিজেই পান করেন, চূড়ান্ত ট্রোলিং-র মুখে অভিনেতা, সাফাই গাইলেন। 'আমি বাকিদের দিয়ে খাইনি তাই...'
তবে লাইভে স্পষ্ট জানিয়ে দেন, “আমরা ডেট করছি না।”'মা-বাবা জানতেন, কিন্তু বাকিরা বিশ্বাস করে নিয়েছিল।' আশিস জানান, এলির বাবা-মা শুরু থেকেই সত্যিটা জানতেন। তবে পরিচিত অনেকে তাদের সত্যিকারের জুটি ভেবে অভিনন্দন জানাতে শুরু করেন। এলি বলেন, “আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কী বলব। কিন্তু ভালোই লাগছিল, ভাবছিলাম আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন।”
অন্যদিকে, আশিস চঞ্চলানি মজার ছলে বলেন, “আমি কখনও এই মেয়েটার সঙ্গে প্রেম করতে পারব না। আমায় পাগল কুকুরে কামড়ায় নি!” এমনকি তিনি এও জানান, “ওর সঙ্গে কাজ করাও খুব কঠিন!” এরপর বলেন, “আমার ফলোয়াররা জানেন আমি মাঝেমাঝে এমন ঠাট্টা করি। কিন্তু ভাবিনি এটা এতটা ছড়িয়ে পড়বে। এমনকি আমার মায়ের এক বন্ধু ফোন করে বললেন-'মিষ্টি পাঠাও!' তখনই বুঝলাম, ব্যাপারটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে।”
Pratyusha Banerjee: 'ওর বাবাই ওকে মদ খাওয়াত', প্রয়াত বাঙালি অভিনেত্র…
লাইভের একদম শেষে আশিস মজা করে এলিকে বলেন, "এলি, এটা কি তোমার মাথায় আসেনি? এরপর আমাদের হয়তো সত্যিই ডেট করা উচিত!”এলি তখন কড়া চোখে তাকালে আশিস সঙ্গে সঙ্গে বললেন, “আচ্ছা, কিছু মনে কোরো না! ছেড়ে দাও!"