Actress Eye Surgery: আচমকা সোশ্যাল মিডিয়া থেকে গায়েব! কঠিন অস্ত্রোপচারের পর কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী?

Actress Health Update: সোশ্যাল মিডিয়া থেকে আচমকা বেশ কয়েকদিন দেখা মিলছিল না জনপ্রিয় টিভি অভিনেত্রীর। কঠিন অস্ত্রোপচারের পর ফিরে এসে কী জানালেন?

Actress Health Update: সোশ্যাল মিডিয়া থেকে আচমকা বেশ কয়েকদিন দেখা মিলছিল না জনপ্রিয় টিভি অভিনেত্রীর। কঠিন অস্ত্রোপচারের পর ফিরে এসে কী জানালেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কঠিন অস্ত্রোপচার অভিনেত্রীর

কঠিন অস্ত্রোপচার অভিনেত্রীর

Actress Health: বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে গায়েব সুমন ইন্দোরি খ্যাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী Ashnoor Kaur। এতটা সময় কেন সকলের থেকে দূরে ছিলেন? বেশ চিন্তায় ছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। অবশেষে সকলের দুঃশ্চিন্তা দূর করলেন খোদ অভিনেত্রী Ashnoor Kaur। জানালেন, তাঁর বাঁ চোখে (Lasik) অস্ত্রোপচার হয়েছে। চশমা পরে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে সেই কথা জানালেন অভিনেত্রী। যা দেখা মাত্রই ভক্তরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনুরাগীদের ভাবনাকে সম্মান করে লিখেছেন, 'অনেকদিন তোমাদের থেকে দূরে থাকার জন্য দুঃখিত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। এখন অনেকটাই ভাল আছি। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।'

Advertisment

Advertisment

কমেন্ট সেকশনে অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। নিজের খেয়াল রেখো। এটা তোমার জীবনের অন্যতম একটা সেরা অভিজ্ঞতা।' অপর এক অনুরাগী নিজের কথা শেয়ার করে লিখেছেন, 'আমিও কয়েকদিন আগে Lasik করেছি। তাই আমি জানি এই সময় কতটা সাবধানে থাকতে হয়।'Ashnoor Kaur-এর এক ভক্ত বলছেন, 'আমি তোমার জন্য খুব খুশি।' সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। সবসময়ই ভক্তদের সংস্পর্শে থাকেন। ব্যক্তিগত জীবন, কর্মজীবন নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন সুমন। তাই আচমকা তাঁর অনুপস্থিতিতে ফ্যানদের মনে প্রশ্ন জাগে। 

আরও পড়ুন 'আর কোনওদিন এখানে...', মঞ্চের বদলে হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী! দেখুন ছবি

অস্ত্রপোচারের পর তাঁর কাছের বন্ধু Surabhi Samriddhi তাঁর বিশেষ খেয়াল রেখেছেন। হাতে খাবারের থালা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সুরভীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'একজন প্রকৃত ও দায়িত্ববান বন্ধুই এভাবে কঠিন সময়ে খেয়াল রাখে। সব আবদার মেটায়।' শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছে বারবার। শেষ দেখা গিয়েছে সুমন ইন্দোরি ধারাবাহিকে। এরপর মেগা থেকে বিরতি নিয়েছেন। তবে খুব শীঘ্রই টেলিভিশনে কামব্যাক করবেন AShmoor। অক্ষয় ওবেরায়ের সঙ্গে আপকামিং রোম্যান্টিক মুভি Tu Chahiye-তে অভিনয় করবেন। 

আরও পড়ুন খুনের অভিযোগে গ্রেফতারের পর রাতভোর জেলে, নুসরতের জামিনের আবেদনে কী রায় আদালতের?

hindi serial Hindi Television