Asrani Passed Away: শেষ সময়ে মোটেই ভাল ছিলেন না? বড় রহস্য ফাঁস করলেন আসরানির ম্যানেজার

Asrani Passed Away: আসরানি তাঁর অদ্ভুত কমিক টাইমিং ও হৃদয়গ্রাহী চরিত্রচিত্রণের জন্য পরিচিত ছিলেন। দশকের পর দশক ধরে তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, এবং ভারতীয় সিনেমায় রেখে গেছেন এক অমোচনীয় ছাপ।

Asrani Passed Away: আসরানি তাঁর অদ্ভুত কমিক টাইমিং ও হৃদয়গ্রাহী চরিত্রচিত্রণের জন্য পরিচিত ছিলেন। দশকের পর দশক ধরে তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, এবং ভারতীয় সিনেমায় রেখে গেছেন এক অমোচনীয় ছাপ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
f44f8f52ced4920a7678d9e9129c06d5

কী হয়েছিল শেষ সময়ে তাঁর সঙ্গে?

Asrani Passed Away: বলিউডের প্রিয় চরিত্রাভিনেতা গোবর্ধন আসরানি, যিনি সবার কাছে শুধু আসরানি নামেই পরিচিত ছিলেন, উৎসব আবহেই চলে গেলেন না ফেরার দেশে। সোমবার, ২০ অক্টোবর, ৮৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এই খবর প্রকাশের পরই সিনে জগৎ এবং ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অবাক করার বিষয়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা বার্তা শেয়ার করেছিলেন।

Advertisment

অভিনেতার পরিবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন বিবৃতি শেয়ার করেছে, যেখানে লেখা ছিল - “আমাদের প্রিয় আসরানি জি, যিনি সবার মুখে হাসি ফোটাতেন, আজ আর আমাদের মাঝে নেই। তাঁর প্রয়াণ হিন্দি সিনেমা এবং আমাদের হৃদয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজ চিরকাল আমাদের মনে থাকবে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।”

Govardhan Asrani Passes Away: দীপাবলিতেই বলিউডের নক্ষত্র পতন, ৮৪তে পঞ্চভূতে বিলীন শোলের সেই বিখ্যাত জেলার আসরানি

Advertisment

সংবাদ মাধ্যমের-এর সঙ্গে কথপোকথনে, আসরানির ম্যানেজার মি. থিবা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং অভিনেতার শেষ দিনগুলির কিছু তথ্য সকলের সামনে আনেন। তিনি বলেন, “আসরানি সাহেব প্রায় দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চার দিন আগে তাঁকে আরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।" ম্যানেজার জানান, সোমবার বিকেল ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয় এবং একইদিন সন্ধ্যা ৮টায় ঘনিষ্ঠ পরিবারের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৪১ সালের ১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন আসরানি। পড়াশোনা শেষ করে তিনি অল ইন্ডিয়া রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। পরে নাট্যশিল্পী ললিতা কলাভাই ঠাক্করের কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ১৯৬২ সালে চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসার টানে মুম্বই চলে আসেন। সেখানে তাঁর সঙ্গে আকস্মিকভাবে দেখা হয় বিখ্যাত পরিচালক হৃষিকেশ মুখার্জির, যিনি তাঁকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই), পুনে-তে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৯৬৬ সালে তিনি সেখান থেকে স্নাতক হন এবং তারপর শুরু হয় তাঁর দীর্ঘ অভিনয়জীবন।

ভাট পরিবারের প্রথম অভিনেত্রী, ইমরানের সঙ্গে কী সম্পর্ক তাঁর? চলে গেলেন আলঝেইমারে..

আসরানি তাঁর অদ্ভুত কমিক টাইমিং ও হৃদয়গ্রাহী চরিত্রচিত্রণের জন্য পরিচিত ছিলেন। দশকের পর দশক ধরে তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন, এবং ভারতীয় সিনেমায় রেখে গেছেন এক অমোচনীয় ছাপ।

Govardhan Asrani actor death news Entertainment News Today Entertainment News