/indian-express-bangla/media/media_files/2025/10/21/asrani_0c087d-2025-10-21-15-58-06.jpg)
চেনেন সেই মানুষটিকে?
বলিউডের জনপ্রিয় অভিনেতা আসরানির প্রয়াণের পর, যেন সমগ্র ভারতীয় সিনেমার এক অধ্যায় শেষ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেমায় অসামান্য অবদান রেখেছেন তিনি। অনেকেই দাবি করেন, ১৯৬৭ সালে কিশোর সাহুর ‘হরে কাঞ্চ কি চুড়িয়াঁ’ ছবিতে, অভিনেতা বিশ্বজিতের বন্ধুর ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়েই বড় পর্দায় যাত্রা শুরু করেন আসরানি।
তবে চলচ্চিত্র গবেষক দেবাশিস মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, আসরানির প্রকৃত প্রথম অভিনয় ছিল এরও আগে- ঋত্বিক ঘটকের পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। এবছর শতবর্ষ কিংবদন্তি পরিচালকের। এবং তিনি যেভাবে ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন, সেকথা বলার অপেক্ষা রাখে না।
ঋত্বিক ঘটকের সিনেমায় প্রথম অভিনয়
১৯৬৪ থেকে ১৯৬৬ সালের মধ্যে আসরানি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)–তে পড়াশোনা করতেন। ১৯৬৫ সালে কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক, কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল এবং দিক-নির্দেশনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষার্থীদের নিয়ে সিনেমা নির্মাণে হাত দেন।
এই সময়েই তিনি নির্মাণ করেন ‘ফিয়ার’ (Fear) নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি, যাতে অভিনয় করেন তরুণ আসরানি। এটিই ছিল তাঁর প্রকৃত অন-স্ক্রিন আত্মপ্রকাশ। মূলধারার হিন্দি সিনেমায় প্রবেশের অন্তত এক বছর আগে তিনি এতে অভিনয় করেন।
Sudhir Dalvi: অত্যন্ত সংকটজনক 'সাঁই বাবা' খ্যাত অভিনেতা! বাড়ছে চিকিৎসার খরচ-ও
দেবাশিস মুখোপাধ্যায় সেদিন লিখেছিলেন, “আজ যখন সব সংবাদমাধ্যম আসরানির প্রথম ছবি হিসেবে ‘হরে কাঞ্চ কি চুড়িয়াঁ’–র নাম উল্লেখ করছে, তখনো কেউ জানাচ্ছে না যে তাঁর প্রথম অভিনয় ছিল ঋত্বিক ঘটকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ‘ভয়’ ছবির শুরুতেই দেখা যায় আসরানিকে। ১৯৬৪-৬৫ সালের অ্যাক্টিং কোর্সের ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি করেছিলেন একটি শর্ট ফিল্ম। সেই ছবিতে প্রথম আসরানির অভিনয়। অ্যাটম বোম থেকে মুক্তি পাবার জন্য একটি সেল্টারের পটভূমিকায় এই ছবিটি তৈরি হয়েছিল। ছবিটি শুরুই হয়েছিল আসরানিকে দেখিয়ে। আসরানি অভিনয় করেছিলেন একজন ক্যাপ্টেনের ভূমিকায়”। সেখান থেকেই শুরু হয়েছিল অভিনেতা আসরানির দীর্ঘ ও সফল অভিনয়-যাত্রা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us