/indian-express-bangla/media/media_files/2025/10/30/screenshot_2025_10_29_132131-2025-10-30-14-37-06.jpg)
কী বলছেন তাঁকে নিয়ে অভিনেতা-পরিচালক
Hasan Masud: গত সোমবার রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনির কারণেই, ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা হাসান মাসুদ। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
সহকর্মী ও অভিনেতা-পরিচালক কচি খন্দকার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসান মাসুদের দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "তুমি শুটিং ইউনিটে না থাকলে উত্তেজনা ছড়াবে কে? দ্রুত ফিরে আসো।"
Sudhir Dalvi: অত্যন্ত সংকটজনক 'সাঁই বাবা' খ্যাত অভিনেতা! বাড়ছে চিকিৎসার খরচ-ও
কচি খন্দকার জানান, সেটে হাসান মাসুদের উপস্থিতি সবসময় প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। বয়সে বড় হলেও তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বর্তমানে তাঁরা একসঙ্গে ‘তেল ছাড়া পরোটা’ ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকে হাসান মাসুদকে দেখা যাচ্ছে এক হিসাবরক্ষকের ভূমিকায়, যা ইতিমধ্যেই দর্শকপ্রশংসা পেয়েছে।
পরিচালক আরও লিখেছেন, "তুমি আমাদের প্রাণ, তুমি আমাদের শক্তি। রোগকে হারিয়ে দ্রুত ফিরে এসো, আমাদের প্রিয় মকবুল সাহেব।" দীর্ঘদিন ধরে কচি খন্দকারের পরিচালনায় বিভিন্ন নাটকে অভিনয় করেছেন হাসান মাসুদ। সহকর্মীর এই আকস্মিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে অভিনেতার ভক্তরাও বেশ উদ্বিগ্ন।
অন্যদিকে, অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানিয়েছেন, হাসান মাসুদ এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আপাতত হাসপাতালেই থাকতে হবে। শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা চলছে।
কী হয়েছে তাঁর?
হাসপাতালের সূত্রে জানা গেছে, তীব্র মাথাব্যথা ও খিঁচুনি নিয়েই তিনি জরুরি বিভাগে ভর্তি হন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী গতকাল জানান, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক এবং মাইল্ড হার্ট অ্যাটাক–এর শিকার হয়েছেন। এখন নিউরোলজি, কার্ডিয়োলজি ও সিসিইউ–র বিশেষজ্ঞদের যৌথ তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us