/indian-express-bangla/media/media_files/2025/09/20/cats-2025-09-20-11-38-24.jpg)
কখন ফিরবে দেহ?
Zubeen Garg-Assam CM: ১৯ সেপ্টেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন 'ইয়া আলি' খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গ। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদুনিয়া। জুবিন নেই, এই কথা যেন এখনও বিশ্বাস করতে পারছে না তাঁর অনুরাগীরা। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠানের আয়োজকদের গাফিলতির অভিযোগও উঠে আসছে। জুবিনের মর্মান্তিক মৃত্যুতে অনুষ্ঠানের ম্যানেজার শ্যামকানু মহন্তর বিরুদ্ধে আইনজীবী রতুল বরা এফআইআর দায়ের করেছে বলেও খবর। এই মুহূর্তে জুবিনের দেহ ময়নাতদন্তের জন্য সিঙ্গাপুরেই রয়েছে। ভারতে কখন নিয়ে আসা হবে প্রয়াত শিল্পীর দেহ? কখন সম্পন্ন হবে শেষকৃত্য? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে দিলেন সেই আপডেট।
শেষকৃত্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করে এক্স হ্যান্ডেলে জানান, প্রয়াত গায়কের দেহ সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এরপর জুবিনের দেহ গুয়াহাটির সারুসাজাইতে শায়িত থাকবে। সেখানেই ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানাবে। হিমন্ত আরও জানান, ' সিঙ্গাপুর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আমাদের প্রিয় জুবিন গর্গের দেহ ময়নাতদন্ত করা হবে। আশা করছি ভারতীয় সময় দুপুর দু'টোর মধ্যে এটি সম্পন্ন হয়ে যাবে। এরপরে তাঁর দেহ ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা তাঁকে বাড়ি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করব। আমি আপনাদের সবকিছু জানাব।'
#UPDATE : Singaporean authorities have confirmed that a post mortem of our beloved Zubeen Garg will be conducted. We expect this to conclude by 2 PM SGT.
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 20, 2025
Thereafter his mortal remains will be handed over to Indian authorities and we shall begin the process of bringing him… https://t.co/GzIsJ4EORe
অপর একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি ভারতের হাইকমিশনার মাননীয় ড. শিশলপক আম্বুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের প্রিয় জুবিনের দেহ অসমে ফিরিয়ে আনা যায়। প্রক্রিয়া চূড়ান্ত হলেই আমি আপনাদের জানাব।' জুবিনের আকস্মিক প্রয়াণে স্তব্ধ গোটা দেশ।
আরও পড়ুন জাতীয় পতাকা থেকে ভারতরত্নকে অসম্মান, আর কোন বিতর্কে জড়ান প্রয়াত সংগীতশিল্পী জুবিন?
প্রীতম, পাপন, অরমান মালিক, বাদশাহসহ বহু শিল্পী সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে মর্মাহত। সংগীতে তাঁর অনবদ্য অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। ওঁর গান সকল স্তরের মানুষের মধ্যে জনপ্রিয় ছিল। পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওঁম শান্তি।'