Zubeen Garg Death: আপ্তসহায়কের গাফিলতিতেই জুবিনের মৃত্যু! CID-র ডাকে বিস্ফোরক দাবি অভিনেত্রী নিশিতার

Zubeen Garg-Nishita Goswami: অসমীয়া অভিনেত্রী নিশিতা গোস্বামী এবং সহ-সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী শনিবার অসম পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হাজিরা দেন।

Zubeen Garg-Nishita Goswami: অসমীয়া অভিনেত্রী নিশিতা গোস্বামী এবং সহ-সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী শনিবার অসম পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হাজিরা দেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zubeen1

যা জানা যাচ্ছে...

 Zubeen Garg Death Case Update: ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ের সময় আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যুতে শোকে পাথর অগণিত ভক্ত। শেষযাত্রায় জুবিনকে শ্রদ্ধা জানাতে অসমের রাস্তায় ছিল মানুষের ঢল, ভালবাসার মধ্যেই যেন অমরত্ব লাভ করলেন জুবিন গর্গ। তাঁর অকাল প্রয়াণের সঠিক তদন্তের জন্য SIT গঠনের নির্দেশ দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ঘটনার তদন্ত চলছে। আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি চালিয়েছেন বিশেষ দল। অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। এবার অসমীয়া অভিনেত্রী নিশিতা গোস্বামী এবং সহ-সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী শনিবার অসম পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) হাজিরা দেন। 

Advertisment

সূত্রের খবর, নিশিতা গোস্বামী, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহান্তকে শনিবার জুবিনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিআইডি। আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় দণ্ডবিধি (বিএনএস)-র ২০২৩-এর ধারা ৬১(২)/১০৫/১০৬(১) অনুযায়ী মামলা (নং ১৮/২০২৫) দায়ের করা হয়েছে। জুবিন গর্গের মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে। সত্যিই গাফিলতির কারণে মাত্র ৫২-তেই শেষ হয়ে গেল সুরেলা সফর? মিডিয়া রিপোর্ট মোতাবেক, জিজ্ঞাসাবাদের সময় জুবিনের মৃত্যুর দায় তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বলে দাবি করেছেন অভিনেত্রী নিশিতা। 

জুবিনের ঘটনার সময় সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, 'জুবিন ঠিক রয়েছেন কি না তা দেখার দায়িত্ব সিদ্ধার্থের। কিন্তু ওঁর কোনও খেয়াল রাখা হয়নি।' এই ঘটনার পরও সিঙ্গাপুরের ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ ফ্যাশন শো হয়েছিল। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন নিশিতা। প্রসঙ্গত, মৃত্যুর আগে জুবিনের সঙ্গে থাকা ১১ জন ব্যক্তিকে সমন পাঠিয়েছে সিআইডি। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisment

আরও পড়ুন আপ্তসহায়কের বাড়িতে SIT-এর তল্লাশি অভিযান, জুবিনের মৃত্যুর পর মুখ খুললেন সিদ্ধার্থ

শুক্রবার বিশেষ তদন্ত দল (এসআইটি) এবং সিআইডি-র একটি যৌথ দল গুয়াহাটিতে উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান সংগঠক শ্যামকানু মহান্তর বাসভবনে তল্লাশি চালায়। উল্লেখ্য, এসআইটির প্রধান তদন্তকারী আধিকারিক রোজি কলিতা নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর এসআইটি ও সিআইডি দল জুবিন গর্গের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা, সহকর্মী সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী এবং শ্যামকানু মহান্তর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু তথ্য বাজেয়াপ্ত করে। যার মধ্যে ছিল একটি পেনড্রাইভ, হার্ড ডিস্ক, কম্পিউটার সিপিইউ, নথিপত্র এবং অন্যান্য বেশ কিছু জিনিস। 

আরও পড়ুন জুবিনের স্মৃতিতে মূর্তি স্থাপন, প্রয়াত গায়ককে সম্মান প্রদর্শনে আর কী পদক্ষেপ কোচবিহার পৌরসভার?

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্কুবা ডাইভিংয়ের সময় লাইফ জ্যাকেট খুলে ফেলায় মৃত্যু হয়েছে। পরবর্তীতে তাঁর দেহ সিঙ্গাপুর থেকে দিল্লি এবং সেখান থেকে বিমানে গুয়াহাটিতে আনা হয়। ২৩ সেপ্টেম্বর নলবাড়ি জেলার কামারকুচি গ্রামে প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হয়। অসংখ্য ভক্ত, পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। দাহস্থলে জুবিনকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গান স্যালুট দেওয়া হয়।

Zubeen Garg