Zubeen Garg statue: জুবিনের স্মৃতিতে মূর্তি স্থাপন, প্রয়াত গায়ককে সম্মান প্রদর্শনে আর কী পদক্ষেপ কোচবিহার পৌরসভার?

Zubeen Garg Death: কোচবিহার শহরে তাঁর মূর্তি স্থাপনের মাধ্যমে প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতি এবার অমর থাকবে। কোচবিহারের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘রাসমেলা’-য় একটি মঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হবে।

Zubeen Garg Death: কোচবিহার শহরে তাঁর মূর্তি স্থাপনের মাধ্যমে প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতি এবার অমর থাকবে। কোচবিহারের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘রাসমেলা’-য় একটি মঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zubeen

জুবিনের স্মৃতিতে

Zubeen Garg Demise: ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে শেষ হয়েছে সংগীতের একটা অধ্যায়। প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতি এবার অমর থাকবে কোচবিহার শহরে তাঁর মূর্তি স্থাপনের মাধ্যমে। কোচবিহারের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘রাসমেলা’-য় একটি মঞ্চ তাঁর নামে উৎসর্গ করা হবে। কোচবিহার শহর, কোচবিহার জেলার সদর শহর যার সীমানা অসম, ভুটান ও বাংলাদেশের সঙ্গে মিশেছে। 

Advertisment

উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ইন্ডিয়ান এক্সপ্রেস-কে এই খবর নিশ্চিত করে টেলিফোনে জানান, 'জুবিন গর্গ উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতির প্রতীক আর কোচবিহারও তার একটি অংশ। কোচবিহারের সঙ্গে জুবিনের সামাজিক ও সাংস্কৃতিক যোগ রয়েছে। তিনি বহুবার এখানে গান গেয়েছেন। সর্বশেষ পারফরম্যান্স ২০১৮ সালে। মানুষ তাঁকে শ্রদ্ধা করেন ও ভালবাসেন। আমরা রাসমেলাকে তাঁর স্মৃতিকে উৎসর্গ করার এবং একটি মঞ্চ তাঁর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। মেলায় সর্বত্র তাঁর ছবি ও কাট-আউট থাকবে। আমরা ওঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করব এবং কোচবিহারে তাঁর মূর্তি স্থাপনের অনুমতি চাইব।'

আরও পড়ুন আপ্তসহায়কের বাড়িতে SIT-এর তল্লাশি অভিযান, জুবিনের মৃত্যুর পর মুখ খুললেন সিদ্ধার্থ

Advertisment

প্রতি বছর নভেম্বর মাসে আয়োজিত ২০ দিনের এই রাসমেলায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। ভাওইয়া লোকসংগীত পরিবেশনার মাধ্যমে কোচবিহারের সঙ্গে জুবিন গর্গের যোগসূত্র আরও গভীর হয়েছিল। বিখ্যাত ভাওইয়া শিল্পী তথা বাংলার পুলিশে কর্মরত সহকারী উপ-পরিদর্শক নাজরুল ইসলাম বলেন, '২০০৫ সালে গুয়াহাটির এক স্টুডিওতে তিনি গানটি রেকর্ড করেন। এর ঠিক আট দিন আগে তিনি গ্যাংস্টার ছবির জন্য 'ইয়া আলি' গানটি রেকর্ড করেছিলেন। জুবিন বলেছিলেন, ‘কান্দে কানাই’ গানটি হিট হবে এবং সেটাই হয়েছিল। গানটি আমি লিখেছি ও সুর দিয়েছি।'

তিনি আরও জানান, 'পরে আমাকে গুয়াহাটি স্টুডিওতে আমন্ত্রণ জানান। সেখানে আমি বহু ভাওইয়া গান গেয়েছিলাম। তিনি কয়েকটি রেকর্ডও করেন। কোচবিহারে অনুষ্ঠান করতে এলে আমাকে ফোন করতেন। শুধু আমি না গোটা কোচবিহার ওঁর অকালপ্রয়াণে আজ শোকেস্তব্ধ।' প্রসঙ্গত,  গায়কের মৃত্যুর সঠিক তদন্তের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে তৈরি হয়েছে SIT। জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় এই বিশেষ দল। এবার এই ঘটনায় মুখ খুললেন সিদ্ধার্থ। 

নিজের পক্ষে সাফাই দিতে প্রয়াত গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, 'আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমি বিশেষ তদন্তকারী দলকে (SIT) সম্পূর্ণ সহযোগিতা করছি এবং করব।' জুবিনের ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, 'এটি একজন মানুষের পক্ষ থেকে অন্যদের কাছে অনুরোধ। তদন্তকে নিরপেক্ষভাবে চলতে দিন। জুবিন দার উত্তরাধিকার ও সম্মানের জন্য সত্যটি খুঁজে বের করাই আমাদের দায়িত্ব।'

আরও পড়ুন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশির পর জুবিনের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ১, শিল্পীকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি আমিরের

Zubeen Garg