Zubeen Garg Death: আপ্তসহায়কের বাড়িতে SIT-এর তল্লাশি অভিযান, জুবিনের মৃত্যুর পর মুখ খুললেন সিদ্ধার্থ

Zubeen Garg Manager Statement: বৃহস্পতিবার জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় SIT। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন সিদ্ধার্থ শর্মা?

Zubeen Garg Manager Statement: বৃহস্পতিবার জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি অভিযান চালায় SIT। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন সিদ্ধার্থ শর্মা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মুখ খুললেন ম্যানেজার

Zubeen Garg-Siddharth Sharma: দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর, শুক্রের দুপুরে বিনোদন জগৎ-এ আছড়ে পড়ল এক চরম দুঃসংবাদ। কেকে-এর স্মৃতি উসকে অন্য শহরে পারফর্ম করতে গিয়ে আর ফেরা হল না বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গের। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে পারফর্ম করার আগেই অকাল প্রয়াণ জুবিনের। স্কুবা ডাইভিংয়ের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রয়াত গায়কের মৃত্যুর সঠিক তদন্তের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে তৈরি হয়েছে SIT (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় এই বিশেষ দল। এবার এই ঘটনায় মুখ খুললেন সিদ্ধার্থ। নিজের পক্ষে সাফাই দিতে কী যুক্তি দিলেন প্রয়াত গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা?

Advertisment

তাঁর দাবি, চুক্তি অনুযায়ী জুবিনের প্রায় ৩৮ হাজার রেকর্ড হওয়া গানের স্বত্ব বিভিন্ন প্রযোজনা সংস্থা ও সংগীত কোম্পানির আওতায়। বেশিরভাগ গানের ক্ষেত্রেই এককালীন অর্থপ্রাপ্তি হয়েছিল। সুপারহিট গানগুলোর ক্ষেত্রেও এই একই চুক্তি প্রযোজ্য। জুবিন গর্গের আয় ও গানগুলির মালিকানা নিয়ে চলা চর্চার মাঝেই নিজের বক্তব্য পেশ করেন জুবিনের আপ্তসহায়ক। তিনি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন জুবিন গর্গ একজন গায়ক হিসেবে সংগীতের দুনিয়ায় অমূল্য অবদান রাখলেও চুক্তি অনুযায়ী দীর্ঘমেয়াদী আয়ের অধিকাংশ অংশ প্রযোজক ও লেবেল কোম্পানিগুলির দখলেই ছিল। 

সিদ্ধার্থ শর্মা তাঁর বিবৃতিতে লেখেন, 'আমি আপ্তসহায়ক হিসেবে যোগ দেওয়ার আগেই প্রায় সবকটি গান এমনকি জুবিন দার সবচেয়ে জনপ্রিয় গানগুলো গেয়েছিলেন। তিনি প্রায়ই দুঃখ করে বলতেন তাঁকে কম পারিশ্রমিক দেওয়া হয়েছে আর প্রযোজক ও মিউজিক লেবেলগুলো বিপুল লাভ করেছে। এ বিষয়ে সরাসরি সেই সংস্থাগুলির কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।'

Advertisment

ভুল বোঝাবুঝি দূর করতে শর্মা জানান, ২০২১ সালে জুবিন গর্গ নিজের কিছু পরবর্তী কাজের মালিকানা অর্জনের উদ্যোগ নেন এবং Zubeen Garg Music LLP প্রতিষ্ঠা করেন। এটি ছিল একমাত্র ব্যবসায়িক সংস্থা যেখানে তিনি অংশীদার ছিলেন। প্রায় ১০ লাখ টাকার বিনিয়োগে মোট ২০টি গান তৈরি হয়েছিল। যার মধ্যে ৬ লাখ টাকা স্বয়ং গায়ক বিনিয়োগ করেছিলেন।

সিদ্ধার্থ শর্মা আরও জানান, 'এলএলপি থেকে এখন পর্যন্ত মাসে কয়েক হাজার টাকার বেশি আয় হয়নি। পুরো অর্থই কোম্পানির অ্যাকাউন্টে রয়েছে। কোনও টাকা তোলা হয়নি। জুবিন দা সংস্থার ৬০ শতাংশের মালিক ছিলেন আর আমি এটাকে আমার দায়িত্ব মনে করি যেন তাঁর পরিবার এই অংশীদারিত্ব যথাযথভাবে পায়।'

আরও পড়ুন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশির পর জুবিনের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ১, শিল্পীকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি আমিরের

আরও একটি বিষয় স্পষ্ট করেন, ভারতীয় পারফর্মিং রাইট সোসাইটি (IPRS)-এর মাধ্যমে সুরকার ও গীতিকার হিসেবে জুবিন গর্গ যে রয়্যালটি পেতেন তা সরাসরি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হতো এবং এখন তা আইনি নিয়মে তাঁর স্ত্রী গরিমা গর্গ পাবেন। জুবিন গার্গের ম্যানেজার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। 

তাঁর কথায়, 'এই অভিযোগ ভিত্তিহীন। আমি বিশেষ তদন্তকারী দলকে (SIT) সম্পূর্ণ সহযোগিতা করছি এবং করব।' জুবিনের ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, 'এটি একজন মানুষের পক্ষ থেকে অন্যদের কাছে অনুরোধ। তদন্তকে নিরপেক্ষভাবে চলতে দিন। জুবিন দার উত্তরাধিকার ও সম্মানের জন্য সত্যটি খুঁজে বের করাই আমাদের দায়িত্ব।'

আরও পড়ুন 'TRP-র জন্য আমার নাম...', জুবিনের অকাল প্রয়াণে SIT-এর তদন্তের মাঝে বিস্ফোরক অনুষ্ঠানের আয়োজক

Zubeen Garg