Legendary Actress Death: সোমের সকালে চরম দুঃসংবাদ, পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

B Saroja Devi Death: সোমবার সকালে বেঙ্গালুরুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী অভিনেত্রী। পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রীর জীবনাবসানে শোকের ছায়া সিনেদুনিয়ায়।

B Saroja Devi Death: সোমবার সকালে বেঙ্গালুরুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী অভিনেত্রী। পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রীর জীবনাবসানে শোকের ছায়া সিনেদুনিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Legendary Actress B Saroja Devi Demise: রবিবাসরীয় সকালেই প্রয়াত হয়েছেন কিংবদন্তী তেলুগু অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। বিনোদন জগৎ-এ ফের শোকের ছায়া। ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক মৃত্যুসংবাদ। জীবনাবসান দক্ষিণী সিনেমার লেজেন্ডারি অভিনেত্রী বি.সরোজা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সকলের কাছে তিনি Abhinaya Saraswathi ও Kannadathu Paingili নামে বিশেষ পরিচিত। দীর্ঘ ফিল্মী কেরিয়ারে প্রায় ২০০-এর বেশি কন্নড়, তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। সোমবার সকালে বেঙ্গালুরুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী অভিনেত্রী। 

Advertisment

Advertisment

আরও পড়ুন চারিদিকে ছড়ানো অশ্লীল ছবির মাঝেই চিরবিদায়! কী ভাবে অকাল মৃত্যু ২৮ বছরের প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীর?

চারটি ভাষায় বি.সরোজা দেবীর দাপুটে অভিনয়ের জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মান। ১৯৫৭ সালে পরিচালক বি.আর পান্থুলুর নির্দেশনায় তামিল ছবিতে আত্মপ্রকাশ। এরপর আর পিছন ফিকরে তাকাতে হয়নি তাঁকে। তামিল ছবিতে একচেটিয়া রাজত্ব করেছেন এই প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী। লেজেন্ডারি অভিনেতা এম.জি রামচন্দ্রন, শিবাজি গণেশার সঙ্গে জুটি বেঁধেছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই অভিনয়ে হাতেখড়ি। ১৯৫৫ সালে কন্নড় ক্লাসিক মুভি মহাকভি কালিদাসা-তে অভিনয় করেছিলেন। তবে ১৯৫৮ সালে তামিল মুভি নাদোদি মান্নানে এম.জি রামচন্দ্রনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে রাতারাতি স্টার হয়ে ছিলেন বি.সরোজা দেবী। 

আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের

১৯৬৯ সালে ভারতীয় সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পদ্মশ্রী সম্মানে সমমানিত হন বি.সরোজা দেবী। ১৯৯২ সালে পান পদ্মভূষণ সম্মান। এছাড়াও বি.সরোজা দেবীর ঝুলিতে রয়েছে কালাইমামানি পুরস্কার। ৫৩ তম জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ডসে জুরির সভাপতিত্ব করেন। কন্নড় চলচিত্র সংঘে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শোকজ্ঞাপন করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

আরএ পড়ুন হৃদরোগ ছিনিয়ে নিল শৈশব, ১৩ বার হার্ট অ্যাটাকে চিরঘুমে নেটফ্লিক্স খ্যাত জনপ্রিয় শিশুশিল্পী

সিনেমার প্রতি তাঁর একাগ্রতা-নিষ্ঠার নজির গড়েছিল। ১৯৩৮ সালের ৭ জানুয়ারি বঙ্গালুরুতে বি.সরোজা দেবীর জন্ম। ১৯৮৬ সালে স্বামীর মৃত্যুর পর জীবন বেশ দুর্বিসহ হয়ে উঠেছিল। ছয়ের দশকে বি.সরোজা দেবী ছিলেন ফ্যাশন দুনিয়ার ট্রেন্ড মেকার। তাঁর শাড়ি, জুয়েলারি, হেয়ার স্টাইলের জন্য হয়ে উঠেছিলেন সেই যুগের আইকন। তাঁর প্রয়াণে একটা যুগের অবসান হল সে কথা বলার অবকাশই রাখে না।   

South Film Industry death news