Malaika Arora Saif Ali Khan: সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ে এক প্রতিযোগীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলি ডিভা মালাইকা অরোরা। অভিযোগ করেছিলেন, বয়সের তুলনায় একটু বেশিই পাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিযোগের তীর খোদ মালাইকার দিকে। আইনি জটে বলিউডের মুন্নি। ২০১২-এর ঘটনা এখনও পিছু ছাড়েনি তাঁর। মুম্বই আদালত ফের নতুন করে অভিনেত্রীর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। সেই বছর এক NRI ব্যবসায়ীকে পাঁচতারা হোটেলে মারধরের অভিযোগ ওঠে সইফ আলি খানের বিরুদ্ধে। সেখানে উপস্থিত ছিলেন মালাইকাও। খান পরিবারের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন মুন্নিও। ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি।
চিফ জুডিসিয়াল ম্যাডিস্ট্রেট K S Zanwar এই মুহূর্তে এই ঘটনার সাক্ষীদের বয়ান রেকর্ড করছে। ১৫ ফেব্রুয়ারি প্রথম জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। সোমবার পুনরায় সেই জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল। NRI ব্যবসায়ী Iqbal Mir Sharma-র অভিযোগের ভিত্তিতে সইফ আলি খান সহ আরও দু'জন ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়েছেন তাঁরা। ঘটনার মুহূর্তে সইফ-মালাইকা ছাড়াও সঙ্গে সেখানে ছিলেন নবাব বেগম করিনা কাপুর খান, তাঁর বোন করিশ্মা কাপুর, অমৃতা অরোরা। এছাড়াও পতৌদি নবাবের কিছু পুরুষ বন্ধুরাও ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন।
পুলিশের রিপোর্ট মোতাবেক, ব্যবসায়ী শর্মা যখন অভিনেতা এবং তাঁর বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়ান তখন সইফ হুমকি দেন। পরে নাকি শর্মার নাকে ঘুষি মারেন যার ফলে নাকে মারাত্মক আঘাত লাগে তাঁর। NRI ব্যবসায়ী Iqbal Mir Sharma আরও অভিযোগ এনেছেন, তাঁর শ্বশুরমশাইয়ের গায়েও হাত তুলেছিলেন সইফ। এখানেই শেষ নয় সইফ আলি খান অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন। ভারতীয় দ্বন্ডবিধির ৩২৫ ধারায় সইফ ও তাঁর দুই বন্ধু Shakeel Ladak ও Bilal Amrohi-একর নাম নথিভুক্ত রয়েছে।