শেষ কিছুদিন ধরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। সে দেশে উত্তরা এলাকায় যেভাবে বিমান বিধ্বস্ত হয়ে নিষ্পাপ শিশু গুলোর মৃত্যু হয়েছে, এই দৃশ্য চোখে দেখা যায় না। এবং একটু খেয়াল করলে দেখা যাবে, পরে পরে নানান ধরনের অভিযোগ উঠছে। যে প্রাণগুলো অকালে জ্বলে গেল তাদের প্রাণের দাম কে দেবে, বাংলাদেশের তারকারা সরব হয়েছেন এই ঘটনায়। প্রশ্ন একটাই, দোষ কার? তারকারা যেভাবে সমাজ মাধ্যমে লাইভে এসে নানান ধরনের অনুভূতির কথা জানাচ্ছেন, তারা সম্পূর্ণ ঘটনায় খুব বিধ্বস্ত।
কেউ কেউ তো স্পটে পৌঁছে গিয়েছেন তদারকি করার জন্য। কেউ রক্ত দিতে উপস্থিত, আবার কেউ কেউ নানান ধরনের তথ্য সমাজ মাধ্যমের শেয়ার করছেন। খেয়াল করলে দেখা যাবে, বেশ কিছু অভিনেতা সমাজ মাধ্যমে লাইভে এসে কান্নাকাটি পর্যন্ত করেছেন। কিন্তু এসবের মধ্যেখানে তাদের হাত দিয়ে ভুলভাল তথ্য ছড়াচ্ছে? সমস্ত মিশ ইনফরমেশন দিচ্ছেন বাংলাদেশের জনগণদের? এই নিয়েই এবার সরব হয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি শুধু একজন পরিচালক নয় বরং মুখ্য উপদেষ্টাদের একজন। তাই সরকার সংক্রান্ত নানান ধরনের পোস্ট করতেই তাকে দেখা যায়। এই ঘটনা সংক্রান্ত পোস্ট করছিলেন তিনি। তার সঙ্গে সঙ্গে তারকাদের থেকে হওয়া বেশ কিছু ভুল তথ্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
Ahaan Pandey: ১৫ বছরেই ধূমপান! 'আমার ফুসফুস তখন', নতুন নায়ক আহানের…
তিনি সমাজ মাধ্যমে কি এমন পোস্ট করলেন? লিখেছেন, “আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন যার হেডিং “মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না”! তার মধ্যে একজনের পোস্ট ১৩০০ বারের বেশী শেয়ার হয়েছে। তিনি এটা ডিলিট করেছেন একটু আগে। ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ? এরকম ট্রমাটিক একটা বিষয় নিয়ে এমন দায়িত্বহীন পোস্ট সত্যিই দুঃখজনক। মাইলস্টোনের ক্লাসে কারা ছিলো, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এইসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না। জাতি, শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।” তার এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এবং তারই পোষ্টের নিরিখেই বাংলাদেশের আরেক অভিনেতা আরস খান, তিনি বলেন...
Ratan Thiyam: নক্ষত্রপতন! প্রয়াত ভারতীয় থিয়েটারের কিংবদন্তি..
"মাননীয় উপদেষ্টা , বিখ্যাত শিল্পী , পরিচালক গণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারে ও শিশু আছে। দেশের ক্রান্তি কালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্ন ভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেয়া ইনফরমেশন সম্পূর্ণ ভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না তাই আমরা ধোয়াশার মধ্যে আছি। ভুল বসত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কিনা এসব তদন্ত পরে করে দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেনো ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।"