New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/22/ahaan-panday-2025-07-22-20-30-50.jpg)
তাঁর জীবনের এই দিক শুনলে...
সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে আহান তার শৈশবের স্মৃতিচারণ করেন। আলান্না ও তাঁর স্বামী আইভরের চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আহান বলেন, “আমি পরিবারের সবচেয়ে কম আদরের ছিলাম। কারণ, ১৪ বছর বয়স পর্যন্ত"...
তাঁর জীবনের এই দিক শুনলে...
Saiyaara Star Ahaan Pandey: মোহিত সুরির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত 'সাইয়ারা'-র সাফল্যের পর, অভিনেতা আহান পান্ডে উপভোগ করছেন এমন এক স্টারডম, যা নবাগতদের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নজিরবিহীন। যদিও এটি তার অভিনয় জীবনের প্রথম বড় পর্দার কাজ, তবুও তিনি বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। বিশেষ করে তার বোন আলান্না পান্ডে-র ইউটিউব চ্যানেলের নিয়মিত উপস্থিতি তাঁকে পরিচিত করে তুলেছে।
সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে আহান তার শৈশবের স্মৃতিচারণ করেন। আলান্না ও তাঁর স্বামী আইভরের চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আহান বলেন, “আমি পরিবারের সবচেয়ে কম আদরের ছিলাম। কারণ, ১৪ বছর বয়স পর্যন্ত আমি বাড়ির করিডোরে থাকতাম। সাত বছর ধরে আমার ঘর বলতে ছিল করিডোরে বানানো একটা ছোট ঘর।”
Kalki Koechlin: হেনস্থার শিকার অভিনেত্রী, ঘেন্নায় গা গোলাচ্ছিল, সাংঘাত…
আলান্না অবশ্য তাকে থামিয়ে বলেন, "ওটা ছিল একটা ঘর, করিডোরে তৈরি হলেও ঘরই ছিল।" তবে আহান মজা করে যোগ করেন, “দুই পাশেই লোক চলাফেরা করত। একদিকে বাবার ঘর, অন্যদিকে ঠাকুমার ঘর- আমি প্যাসেজে ছিলাম। প্রতিদিন সবাই আমাকে তোয়ালে পরে হাঁটতে দেখত।” তারা জানান, তখন যৌথ পরিবারে বাস করতেন তাঁরা, যেখানে আহান ও আলান্না তাঁদের বাবা-মা চিক্কি ও দীনা পান্ডের সঙ্গে থাকতেন। একই বাড়িতে ছিলেন চাঙ্কি পান্ডে, ভাবনা পান্ডে এবং তাঁদের মেয়ে অনন্যা ও রাইসা পান্ডেও। জায়গা সীমিত হলেও ভালোবাসা ছিল অপরিসীম।
আলান্নার প্রশ্নে আহান বলেন, “হ্যাঁ,অভিজ্ঞতা দারুণ ছিল। আজও সেই স্মৃতি আমি। এটা অন্যভাবে কখনও পেতাম না। একই ভিডিওতে আহান আরও একটি ব্যক্তি মনে ধরে রেখেছি। জানান, তিনি ১৫ বা ১৬ বছর বয়সে প্রথম ধূমপান করেছিলেন। মজার ছলে তিনি বলেন, “আলান্নাই আমাকে তার বাথরুমে ডেকে প্রথম সিগারেট খেতে বাধ্য করেছিল।”
এই কথা শুনে অস্বস্তিতে পড়েন আলান্না। তিনি প্রতিবাদ করে বলেন, “তুমি বলতে পারো না আমি তোমাকে জোর করেছিলাম। আমি শুধু উত্তেজিত ছিলাম, একটা নতুন জিনিস আবিষ্কার করে, আর সেটা শেয়ার করতে চেয়েছিলাম।” আহান মজা করে যোগ করেন, “আমার ফুসফুস তখনও পুরোপুরি তৈরি হয়নি, আর তুমিই আমাকে সিগারেট দিয়েছিলে - সবই তোমার ভালোবাসা থেকে।”
'সাইয়ারা’ মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ১০৫ কোটির বেশি আয় করেছে। এই বছরে এখন পর্যন্ত এমন সাফল্য কেবল ভিকি কৌশল অভিনীত 'ছাভা'-ই দেখাতে পেরেছে, যা প্রথম চার দিনে ১৪০ কোটি আয় করে পরবর্তীতে ৬০০ কোটির মাইলফলক ছুঁয়েছে।