/indian-express-bangla/media/media_files/2025/08/31/noname-2025-08-31-16-41-11.png)
যা বললেন অভিনেতা...
একজন মানুষ বহুবার বিয়ের পিঁড়িতে বসতেই পারেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী একজন স্ত্রী থাকাকালীন, অন্য আরেকজনকে বিয়ে করার নিয়ম নেই। একজনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটলে তারপরে অন্যজনকে স্ত্রী হিসেবে বেছে নেওয়া যায়। অনেক সময়ই দেখা যায় ১০ বছর কিংবা কুড়ি বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে, তারকারা আরেকবার করে বিয়ে করছেন। ফের একবার পুরনো শপথ নতুন করে গ্রহণ করছেন। তবে এই অভিনেতা তাই দুবার বিয়ে করেছিলেন...
বহুবার বিয়ে করেছেন এমন তারকার সংখ্যা কম নয়। কেউ কেউ তো একাধিকবার বিয়ে করে হাসির পাত্র পর্যন্ত হয়েছেন। এমনকি, কেউ কেউ তো এমনও শুনেছেন, এবার ছেড়ে দিন, আর দরকার নেই। তবে এই অভিনেতার সঙ্গে তার স্ত্রীর তৎকালীন প্রেমের সম্পর্ক মেনে নিতে পারছিলেন না পরিবারের সদস্যরা। সেই কারণে, সম্পর্ক টেকাতে একবার কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিলেন। ভেবেছিলেন বাড়ি থেকে যখন কেউ পছন্দই করছে না, তখন আটকানোর জন্য হলেও বিয়ে করেনি। যদিও পরবর্তীকালে, তাঁর স্ত্রীর সঙ্গে আরেকবার বিয়ে হয় তাঁর।
Amaal Malik: বিরল সমস্যায় ভুগছেন সুরকার? বিগ বসের ঘরেই শরীর নিয়ে বড় খবর দিলেন আমাল
প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি তার কাছের মানুষকে আটকানোর জন্যই, কাগজ কলমে বিয়ে করে নিয়েছিলেন। সেই সময়ের কথা অভিনেতা আজও ভোলেননি। স্ত্রী শান্তা চৌধুরীর সঙ্গে, আলাপ ছিল একদম অন্যরকম ভাবে। তার বড় দাদার, ছাত্রী ছিলেন শান্তা। অভিনেতাকে স্পষ্ট বলতে শোনা গেল তার বিয়ে এবং প্রেম সম্পর্কে নানা কাহিনী খোলসা করতে।
তিনি বলছেন, হ্যাঁ একই মানুষের সঙ্গে আমার পর পর দুইবার বিয়ে হয়েছিল। একবার আনুষ্ঠানিকভাবে একবার খাতায়-কলমে। কারণ পরিবারের কেউ রাজি ছিল না। বিশেষ করে ওর মা রাজি ছিল না। তাই লুকিয়ে বিয়ে করেছিলাম। যখন দেখলাম যে কোনভাবেই রাজি করানো যাচ্ছে না। কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মানুষটাকে বিয়ে করতে হবে, তখন আটকানোর জন্যই বিয়েটা করে ফেলেছিলাম। কাগজে কলমে আগে আটকাই। তারপর, পারিবারিকভাবে হয়। ওটা করেছিলাম আমরা কারণ যাতে অভিভাবকরা পরবর্তীকালে অসুবিধা সৃষ্টি করলে কাগজটা দেখাতে পারি। সেরকম ঘটনা ঘটেছিল। জানার পর, ওর বাড়ির পক্ষ থেকে সে যা হয়েছিল। আমি কাগজপত্র নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম। তারপর বললাম, এবার যদি ওকে না ছাড়েন, তাহলে কিন্তু...
একথা বলতে বলতেই হাসছিলেন চঞ্চল। যদিও, পর নিজের সুখের সংসারে উপহার হিসেবে পেয়েছেন তাঁর ছেলেকে। বাবা চলে গিয়েছেন, এখন মা রয়েছেন। তাঁকে নিয়েই মাঝে মধ্যে সময় কাটান অভিনেতা।