Bangladeshi Actress: বিদেশে বুবলির সঙ্গে মাখমাখ মুহূর্তে শাকিব! প্রাক্তন স্বামী প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

Shakib Khan and Shabnam Bubly: বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটির মেজাজে শাকিব। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই প্রশ্নের মুখে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

Shakib Khan and Shabnam Bubly: বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটির মেজাজে শাকিব। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই প্রশ্নের মুখে প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অপুর জবাব

Apu Biswas: রূপোলি দুনিয়ার তারকাদের জীবনে প্রতিনিয়ত কী ঘটে চলেছে তা জানতে সর্বদাই উৎসাহী সাধারণ মানুষ। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের একটা বিরাট ফ্যান বেস রয়েছে এদেশেও। টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে ইধিকা পালের সঙ্গে শাকিব খানের অন স্ক্রিন জুটি দর্শকমহলে দারুণ প্রশংসিত। এই মুহূর্তে বাংলাদেশি অভিনেত্রী বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটির মেজাজে শাকিব। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই চর্চায় শাকিব খান।

Advertisment

এই প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েছেন সুপারস্টারের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। তবে বুদ্ধিদীপ্ততার সঙ্গে সেই প্রশ্নের মোকাবেলা করেন অভিনেত্রী। সাফ জানান, তাঁর যাবতীয় বক্তব্য গত ১৫ জুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ওই দিন ফেসবুকে ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে কী লিখেছিলেন অপু বিশ্বাস?

অভিনেত্রী লেখেন, 'সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগ করি তখনই কোনও না কোনওভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়।আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই। হাজার কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।'

Advertisment

আরও পড়ুন 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির?

প্রতিযোগীতায় সামিল না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, 'আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দিই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি। এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারও ‘অস্বস্তি’ তৈরি হলে, সেই দায় আমার নয়। আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনও সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু 'কাউন্টার প্রচেষ্টা' শুরু হয়। স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।'

আরও পড়ুন শ্বশুরবাড়ির চরম অত্যাচার অতীত, 'বাঁধনমুক্ত' বাঁধন বোঝালেন স্বাধীনতার প্রকৃত অর্থ

অপু বিশ্বাসের সংযোজন, 'সম্মান নিজেকে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারও সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যাঁরা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালবাসা অমলান থাকুক।'

আরও পড়ুন 'শুধু রাখতে পারলাম না তোমাকে...', ঈদে মনখারাপ! বৃষ্টিভেজা দিনে কবরের সামনে 'মন কি বাত' অভিনেতার

Apu Biswas Shakib Khan