Bangladeshi Actress Pori Moni: 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির?

Dev Subhashree Dhumketu: আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই মুক্তি পাবে বহু প্রতিক্ষীত মুভি ধূমকেতুর ট্রেলার। তার আগে এই সিনেমার গান, হবে না দেখা শুনে চোখে জল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরি মনির।

Dev Subhashree Dhumketu: আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই মুক্তি পাবে বহু প্রতিক্ষীত মুভি ধূমকেতুর ট্রেলার। তার আগে এই সিনেমার গান, হবে না দেখা শুনে চোখে জল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরি মনির।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দেব-শুভশ্রীর জন্য চোখে জল পরি মনির

Pori Moni: কাউন্টডাউন শুরু, কিছুক্ষণ পরই মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতুর ট্রেলার। আগামী ১৪ অগাস্ট অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় আসছে বহু প্রতিক্ষীত এই ছবি। তার আগে ধূমকেতু জ্বরে কাবু বাংলা সিনেপ্রেমী, বিশেষ করে দেব-শুভশ্রী জুটির ভক্তরা। সিনেমার টিজার আর গানে ইতিমধ্যেই বুঁদ অনুরাগীরা। আর লেটেস্ট গান 'হবে না দেখা' শুনে তো এই জুটির ভক্তদের চোখে জল। সেই তালিকায় রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরি মনি। সোশ্যাল মিডিয়ায় ধূমকেতুর গানের ভিডিও পোস্ট করে লিখেছেন, 'এই গানটা আমাকে সত্যিই কাঁদিয়ে দিল। দেব-শুভশ্রী তোমরা সবসময়ই আমার পছন্দের। ধূমকেতুর জন্য অনেক শুভেচ্ছা।'

Advertisment

দিন যত এগচ্ছে ততই দেব-শুভশ্রী জুটির ভক্তদের উন্মাদনার পারদ চড়ছে। এতগুলো বছর পর বড় পর্দায় সেই রোম্যান্টিক জুটির নস্ট্যালজিয়া উপভোগ করতে প্রহর গুনছে অনুরাগীরা। ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে দেবের বিশেষ চমক। যেখানে একটি কেকের উপর লাল হৃদয়ের ইমোজি দিয়ে লেখা, আমরা দেব শুভশ্রীর ধূমকেতু ভালবাসি। সাদা টি শার্টের উপরও দৃশ্যমান সেই লেখা। ছবি পোস্টের ক্যাপশনে ভক্তদের উত্তেজনা উসকে দেব লিখেছেন, 'আগামীকালের জন্য তৈরি তো?'

আরও পড়ুন ১৪ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া, 'ধূমকেতু'-র ট্রেলার মুক্তির আগে সারপ্রাইজ সুপারস্টারের

Advertisment

দেব-শুভশ্রীর ধূমকেতু নিয়ে উত্তেজনার পারদ চড়ছে তখন জন্মদিন উদযাপনে মজে 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' কৌশিক গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে আজ যেন টলিপাড়ায় উৎসবের আমেজ। ধূমকেতুর ট্রেলার মুক্তির আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপনের উল্লাস মিশেমিশে একাকার।  ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, 'জন্মদিন আর ইভেন্ট দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আর দুটোর গুরুত্বও ভিন্ন। তবে একইদিনে যখন জন্মদিন আর বহুপ্রতিক্ষীত মুভি ধূমকেতুর ট্রেলার মুক্তি পাচ্ছে তখন দিনটা জমজমাট।'

আরও পড়ুন 'জন্মদিনের সেরা উপহার', ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে খোশ মেজাজে 'বার্থ ডে বয়' কৌশিক

আরও যোগ করেন, 'জন্মদিনের একটা অংশ ধূমকেতুর ইভেন্টে কাটবে আর বাকি সময়টা পরিবারের সঙ্গে। প্রতিবার আমি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই। এবারেও তার ব্যতিক্রম হবে না। আমার জন্মদিনে ধূমকেতুর ট্রেলার লঞ্চ, সব মিলিয়ে জীবনের বিশেষ একটা দিন। আমার কাছে এটা জন্মদিনের অন্যতম সেরা উপহার।' 

প্রসঙ্গত, বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশি অভিনেত্রী পরি মনি। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি বিমান। শিশুমৃত্যু মিছিলে চারিদিকে শুধু হাহাকার আর সন্তান বিয়োগের যন্ত্রণায় বাবা-মায়ের  কান্নার রোল! এই খবরে যখন চারিদিক তোলপাড় তখন প্যানিক অ্যাটাক হয় বাংলাদেশি অভিনেত্রীর। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় পরি মনিকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। 

আরও পড়ুন 'বুকের ভেতর ধরফর...', ঢাকায় বিমান দুর্ঘটনার পর কেন তড়িঘড়ি হাসপাতালে পরি মণি?

Pori Moni Bengali News