/indian-express-bangla/media/media_files/2025/07/14/cats-2025-07-14-18-04-40.jpg)
'বাঁধনমুক্ত' বাঁধন
Azmeri Haque Badhon: পদ্মাপাড়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রবিবাসরীয় ছুটির দিনে মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় আচমকা নো-মেক লুকে হাজির অভিনেত্রী। মুখে মেচেতার দাগ দৃশ্যমান। রূপোলি দুনিয়ার তারকাদের এমন উপস্থিতি সত্যিই নজিরবিহীন ঘটনা। অল্প বয়সে জীবনের অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। শ্বশুরবাড়িতে শারীরিক অত্যাচারও সহ্য করতে হয়েছিল তাঁকে। মানসিক অবসাদেও ভুগেছেন। তবে সেসব এখন অতীত। লেটেস্ট পোস্টে বাঁধনমুক্ত বাঁধনের সঙ্গে সকলের পরিচয় করিয়েছে। আজ তিনি স্বাধীন জীবন কাটান। সেই আত্মোপলব্ধির কথা লিখেছেন ওপার বাংলার নায়িকা। তাই মেক আপের প্রলেপ না দিয়ে প্রকৃত চহারা দেখিয়ে স্বাধীনতার পাঠ পড়ালেন বাঁধন।
অভিনেত্রী লিখেছেন, 'আমি একজন আবেগপ্রবণ মানুষ। জীবনে যা কিছু অর্জন করেছি তার জন্য আমি সর্বদা আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি যে খ্যাতি, গ্ল্যামার অর্জন করেছি সেটাই কিন্তু আমার জীবনের শেষ কথা নয়, বরং স্বাধীন ও সৎ থাকাই আমার জীবনের সেরা প্রাপ্তি। এগুলোই আমার সম্পদ। আমার কাছে অনেক সময় এমন অনেক প্রস্তাব আসে যা গ্রহণ করলে আমি আরও অনেক বেশি লাইমলাইটে থাকতে পারতাম, অনেক বেশি পাওয়ারফুল হতে পারতাম, সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকার সুযোগও থাকত। কিন্তু, আমি স্বাধীনতায় বিশ্বাসী। যে একবার প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করবে সে তখন অন্তর থেকে সেই আনন্দ উপলব্ধি করতে পারবে। আর কখনও ফিরে যাওয়ার বাসনা মনে জাগবে না।'
স্বাধীনতা প্রসঙ্গে বাঁধনের উপলব্ধি, 'যাঁরা মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত তাঁরা যখন সেই স্বাধীনতার স্বাদ পেয়ে যায় তখন মন সব কিছু পেতে চায়। আমার এই স্বাধীনতার জন্যই হয়ত অনেকে আমাকে পছন্দ করেন না। আমি যা মুখে বলি বা কাজে করি সেটার জন্য নয়, বরং কেউ আমাকে বশে আনতে পারে না বলেই বোধহয় রেগে যায়। তবে এটা কিন্তু, মোটেই খুব একটা সহজ কাজ নয়। অনেকটা কঠিন পথ পেরিয়ে স্বাধীনতা অর্জন করতে হয়।'
আরও পড়ুন অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, বোরখা পরে কেন আদালতে অপু বিশ্বাস?
বাঁধনের সংযোজন, 'আমি একটা বিষয়ে আত্মবিশ্বাসী, যদি কেউ আমার মনোবল ভেঙে দিতে চায় তখন মনের জোর যেন আরও বেড়ে যায়। আমি জানি না এই শক্তি কোথা থেকে পাই। তবে জীবন এটা আমাকে শিখিয়েছে। অনেক মানসিক যন্ত্রণা রয়েছে। 'পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার' বা PTSD-এর মধ্যে দিয়ে আমি জীবন কাটিয়েছি। অনেক সময় খুব ছোট বিষয়ও আমাকে খুব ভাবিত করে তোলে। অবাঞ্ছিত সঙ্গী আমি কখনই চাই না।'
আরও পড়ুন '...প্রমাণ করতে পারেল ২৫ লাখ ভিক্ষা দেব', কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জনপ্রিয় অভিনেত্রী?