Apu Biswas Gets Bail: দিনটা ছিল ২০২৪-এর ১৯ জুলাই। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছিলেন। তবে তিনি একা নন, এই ঘটনায় নাম জড়িয়েছিল ওপার বাংলার অভিনেত্রী নুসরত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ মোট ১৭ জনের। ভাটারা থানায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, রবিবার ভাটারা থানায় বোরখা পরে ঢুকেছেন অপু বিশ্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী। উল্লেখ্য, প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার।
অভিনেত্রী প্রথম আলোর মুখোমুখি হয়ে বলেন, 'আদালত চত্ত্বরে অনেক মানুষের ভিড় থাকে। সেখানে যখন কোনও সেলিব্রিটি উপস্থিত হন তখন তাঁকে দেখার জন্য সকলে উত্তেজিত হয়ে পড়ে। যার ফলে অনেকসময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই আমি বোরখা পরে আদালতে এসেছি। প্রথমে অনেকেই বুঝতে পারেননি কেন আমি বোরখা পরে এসেছি, পরে অবশ্য বিষয়টা সকলের কাছে পরিস্কার হয়েছে। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমি নিজেও এই প্রসঙ্গে কারও সঙ্গে খুব একটা বাক্যালাপ করতে চাইনি। আমার আইনজীবীই পুরো বিষয়টা সকলকে জানাচ্ছেন।'
আরও পড়ুন '...প্রমাণ করতে পারেল ২৫ লাখ ভিক্ষা দেব', কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জনপ্রিয় অভিনেত্রী?
অপু বিশ্বাস আরও বলেন, 'কোনও প্রয়োজনে যখন বাড়ির বাইরে যাই তখনও চারপাশের পরিস্থিতির কথা ভেবে বোরখা পরি যাতে নির্বিঘ্নে আমি আমার প্রয়োজনীয় কাজটা সেরে ফেলতে পারি।' অভিনেত্রীর আইনজীবী জানাচ্ছেন, 'ভাটারা থানার একটি হত্যা করার চেষ্টা মামলায় অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীরে হাজিরা দিয়ে জামিন দাখিল করেন। এরপর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।'
আইনজীবীর সংযোজন, 'পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে।' এইদিন অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন নিকট আত্মীয়। উল্লেখ্য, এই মামলায় গত ১৮ মে গ্রেফতার হন নুসরত ফারিয়া। ২০ মে জামিনে ছাড়া পান তিনিও।
আরও পড়ুন তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! চর্চার মাঝে মা হওয়ার ইচ্ছেপ্রকাশ বাংলাদেশী অভিনেত্রীর