Bangladeshi Actress: '...প্রমাণ করতে পারেল ২৫ লাখ ভিক্ষা দেব', কাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন জনপ্রিয় অভিনেত্রী?

Tanjin Tisha: সোশ্যাল মিডিয়ায় ভাগ্নে ভাগ্নির ছবি দিয়ে ওপার বাংলার এক সাংবাদিক দাবি করেছেন, এই সন্তান নাকি তানজিন তিশার। এই ঘটনায় রেগে কাঁই অভিনেত্রী। কী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তানজিন?

Tanjin Tisha: সোশ্যাল মিডিয়ায় ভাগ্নে ভাগ্নির ছবি দিয়ে ওপার বাংলার এক সাংবাদিক দাবি করেছেন, এই সন্তান নাকি তানজিন তিশার। এই ঘটনায় রেগে কাঁই অভিনেত্রী। কী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তানজিন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

তানজিনের চ্যালেঞ্জ

Tanjin Tisha Child: রূপোলি দুনিয়ার তারকাদের নিয়ে প্রতিনিয়তই কিছু না কিছু রটে। যা রটে তার অবশ্য কিছুটা বটেও। কিন্তু, সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে রটে গিয়েছে মারাত্মক খবর। সোশ্যাল মিডিয়ায় ওপার বাংলার এক সাংবাদিক তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন, তারা তানজিনের সন্তান। এখানেই শেষ নয়, অভিনেত্রীকে খোঁচা মেরে লিখেছেন, 'সেলিব্রেটি হওয়ার পর মানুষ কি তাঁর গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?' এছাড়াও তানজিনকে কটাক্ষ করে আরও অনেক কথা লিখেছেন। যা দেখে রেগে কাঁই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পালটা আক্রমণ করেছেন ওপার বাংলার অভিনেত্রী তানজিন তিশা।

Advertisment

আরও পড়ুন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, এখন কেমন আছেন?

ওই সাংবাদিকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কড়া ভাষায় লিখেছেন, 'অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেই সব  অসভ্যদের বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেব।' আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কী করা উচিত সেটাও বলেছেন তানজিন। অভিনেত্রী সুর চড়িয়ে লিখেছেন, ' যদি বাচ্চাকাচ্চা গুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।'  

Advertisment

'ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান'-এ অতিথি হয়ে আসেন অভিনেত্রী তানজিন তিশা। সেখানেই বিয়ে-সন্তান নিয়ে খোলামেলা আলোচনা করেন। সঞ্চালকের অভিনেত্রীকে বলেছিলেন তাঁর শোনা একটি গুজবের ঘটনা শেয়ার করতে। তখনই তানজিন তিশা বলেন, 'আমার তো নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছি। আমার একটা সন্তানও আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এগুলো শুনে আমি ও আমার পরিবারের প্রত্যেকে খুব হেসেছি।'

পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? জায়েদের এই প্রশ্নে তিশার উত্তর, 'অবশ্যই আমি মা হতে চাই। বিয়ে করে মা হব। আমি জানি, এত সহজে কোনও অভিনেত্রী এই ধরনের কথা বলে না। কিন্তু, আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও জড়িয়ে। আমরা সেটি কখনও এড়িয়ে চলতে পারি না।'

আরও পড়ুন তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন! চর্চার মাঝে মা হওয়ার ইচ্ছেপ্রকাশ বাংলাদেশী অভিনেত্রীর

Bangladeshi Film Bangladeshi actress