Saiyaara Writer: পরিবারের ভয়াবহ ঘটনা চমকে দেয় বলিউডকে, খুনোখুনির ইতিহাস পেরিয়ে 'সাইয়ারা'র গল্প লিখলেন কে?

এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছেন চিত্রনাট্যকার সংকল্প সাদানাহ, যিনি মোহিত সুরির দীর্ঘদিনের সহকারী পরিচালক। তবে শুধু এটুকু পরিচয় তাঁর জন্য কাফি নয়। সংকল্পের নাম জড়িয়ে আছে এক ট্র্যাজেডির সঙ্গে।

এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছেন চিত্রনাট্যকার সংকল্প সাদানাহ, যিনি মোহিত সুরির দীর্ঘদিনের সহকারী পরিচালক। তবে শুধু এটুকু পরিচয় তাঁর জন্য কাফি নয়। সংকল্পের নাম জড়িয়ে আছে এক ট্র্যাজেডির সঙ্গে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ahan

কে সেই লেখক যিনি বানালেন সাইয়ারা?

Saiyaara Movie: আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত মোহিত সুরির নতুন ছবি ‘সাইয়ারা’ এখন বক্স অফিসে ঝড় তুলছে। ‘আধুনিক দিনের ডিডিএলজে’ নামে পরিচিত এই প্রেমের গল্পটি হঠাৎ করেই সকলের নজর কাড়ে। এমনকি এর জনপ্রিয়তায় পিছিয়ে যেতে বাধ্য হয় ‘সন অফ সর্দার ২’ এবং ‘পরম সুন্দরী’র মতো অপেক্ষাকৃত বড় প্রজেক্ট। মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই ছবিটি ২৬৬ কোটি আয় করে ফেলেছে, যা সাম্প্রতিক অনেক 'ওজি' সুপারস্টারের ছবিকেও হার মানিয়েছে।
 
এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছেন চিত্রনাট্যকার সংকল্প সাদানাহ, যিনি মোহিত সুরির দীর্ঘদিনের সহকারী পরিচালক। তবে শুধু এটুকু পরিচয় তাঁর জন্য কাফি নয়। সংকল্পের নাম জড়িয়ে আছে এক ট্র্যাজেডির সঙ্গে। তিনি এমন কিছু দেখেছেন তাঁর পরিবারে। তাঁর পরিবারে ঘটেছিল বলিউডের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা।

Advertisment

Rabi Ghosh: সত্যিই 'হীরক রাজার দেশে' বাচ্চাদের ছবি? সত্যজিৎ রায়ের ক্লা…

৩৫ বছর আগে, হতাশায় ভোগা চলচ্চিত্র নির্মাতা ব্রিজ সাদানাহ গুলি করে হত্যা করেন তাঁর স্ত্রী ও সন্তানদের। সেদিন ছিল তাঁদের ছেলে, কামাল সাদানার জন্মদিন। আশ্চর্যজনকভাবে কামাল সেই মর্মান্তিক ঘটনার একমাত্র একজন যিনি বেঁচে যান। কারণ গুলিটি তাঁর ঘাড়ের ভেতর দিয়ে প্রবেশ করে। বিপজ্জনকভাবে বেরিয়ে গেলেও প্রাণে বেঁচে যান তিনি। কামাল পরে বলেন, "বেঁচে থাকার কোনও যৌক্তিক কারণ ছিল না, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই প্রমাণ করে, আমার জীবনে কোনও উদ্দেশ্য আছে।" এই কামাল সাদানারই খুড়তুতো ভাই সংকল্প সাদানাহ। তাঁরই লেখা 'সাইয়ারা' আজ বলিউডের আলোচনার কেন্দ্রে।

Advertisment

নতুনদের জন্যই লেখা হয়েছিল গল্পটি

‘হাফ গার্লফ্রেন্ড’, ‘মালাং’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে মোহিত সুরির সঙ্গে কাজ করার পর সংকল্প প্রথমবার পুরোপুরি একটি স্ক্রিপ্ট লেখেন। মোহিত বলেন, "আমি একজন বড় তারকার সঙ্গে ভিন্ন একটি সিনেমা করছিলাম, কিন্তু তারিখ না মেলায় সংকল্পকে নিয়ে একটি নতুন প্রেমের গল্প লেখার সিদ্ধান্ত নিই। ও তখন সদ্য বিয়ে করেছে, ভালোবাসা নিয়ে তার নিজের অভিজ্ঞতা রয়েছে। গল্পটি ওর চোখ দিয়েই ফিল্টার করা।" 

Jeetu Kamal: বাড়ছে ভুল বোঝাবুঝি? কথাও বন্ধ? বিতর্কের আঁচ পেতেই দিতিপ্…

গল্প লেখা হয়ে যাওয়ার পর মোহিত বেশ কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সংকল্প পরামর্শ দেন, নতুন মুখ আনাই সঠিক হবে। সেই সাহসী সিদ্ধান্তকে সমর্থন করেন শুধুমাত্র একজন - আদিত্য চোপড়া।

আহান পান্ডে, নতুন মুখ, নতুন ইতিহাস

সংকল্পের আত্মবিশ্বাস দেখে আদিত্য চোপড়া জিজ্ঞাসা করেন, "তুমি কি এই ছবিটা সত্যিই বানাতে চাও?" সংকল্প দৃঢ়ভাবে বলেন, "হ্যাঁ, নতুনদের নিয়েই।" সেই সিদ্ধান্ত থেকেই আসে আহান পান্ডের নাম, যিনি সাত বছর ধরে YRF ট্যালেন্ট-এর অধীনে প্রশিক্ষণ নিচ্ছিলেন। আদিত্য চোপড়া তখন নিজের মতামত জানিয়ে বলেন, "যদি তুমি প্রতিষ্ঠিত অভিনেতা নিয়েও এই ছবি বানাও, তাও এটি ফ্লপ করবে। কিন্তু নতুনদের নিয়ে করলে, সেটাই হবে সত্যিকারের বাজি।" বাকিটা ইতিহাস - ‘সাইয়ারা’ শুধু এক ব্লকবাস্টার নয়, সংকল্প সাদানার জীবনের তীব্র ব্যক্তিগত ট্র্যাজেডি পেরিয়ে গড়া সাফল্যের প্রতীক।

bollywood Entertainment News Bollywood Actor