Actor Passed Away: ঘুমের মধ্যেই সব শেষ! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা

Actor Passed away: মৃত্যুর সময় তিনি তার বাড়িতেই ছিলেন। ঘুমের মধ্যেই সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে তার কী ঘটেছিল? পরিবারের তরফে কিংবা সূত্রের তরফে কী জানা যাচ্ছে?

Actor Passed away: মৃত্যুর সময় তিনি তার বাড়িতেই ছিলেন। ঘুমের মধ্যেই সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে তার কী ঘটেছিল? পরিবারের তরফে কিংবা সূত্রের তরফে কী জানা যাচ্ছে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actor passed away

actor passed away - চলে গেলেন অভিনেতা

Actor passed away: ফের এক মৃত্যুর খবর শোনা যাচ্ছে। তারকার মৃত্যু যেন এখন প্রতিদিনের গল্প হয়ে দাঁড়িয়েছে। একের পর এক জনপ্রিয় তারকারা চলে যাচ্ছেন না ফেরার দেশে। এবার কমেডি সিরিজে অভিনয় করা একজন অভিনেতার মৃত্যু হয়েছে বলেই শোনা যাচ্ছে। এনবিসি কমেডি সিরিজ, চিয়ার্স এ নর্ম পিটারশনের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা।

Advertisment

চেহারাটা একটু ভারী। কিন্তু মুখে হাসি লেগে থাকতো সবসময়। বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর সময় তিনি তার বাড়িতেই ছিলেন। ঘুমের মধ্যেই সব শেষ হয়ে গেল। কিন্তু আসলে তার কী ঘটেছিল? পরিবারের তরফে কিংবা সূত্রের তরফে কী জানা যাচ্ছে? বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তাঁর নাম জর্জ ওয়েন্ডেট। সূত্রের মারফত খবর তার পরিবার এই সময় একটু গোপনীয়তা চেয়ে নিয়েছেন। অভিনেতার আপ্ত সহায়ক জানিয়েছেন, স্নেহশীল এবং পারিবারিক মানুষ ছিলেন জর্জ। এবং অসাধারণ এক বন্ধু ছিলেন। যারা তাকে চিনতেন তারা জানেন তিনি কতটা ভাগ্যবান। আমরা সকলে তাকে ভীষণ মিস করবো।

Sharmila Tagore-Satyajit Ray: সত্যজিৎ রায়কে কী প্রশ্ন করেছিলেন শর্মিলা…

তার মৃত্যুর কারণ প্রসঙ্গে কী জানা গেছে?

Advertisment

কর্তৃপক্ষ অভিনেতার মৃত্যুর সঠিক খবর প্রকাশ না করলেও, জানা যাচ্ছে বহু বছর ভুগছিলেন হার্টের সমস্যায়। তাকে হাসপাতালেও ভর্তি করতে হয় এই কারণে। ২০১২ সালের অক্টোবর মাসে তাকে বুকে ব্যথা নিয়ে শিকাগো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবং এর পরেই, প্রযোজনা থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি। বেশ অনেকবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সেখান থেকে জানা যায়, ধমনীতে ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে তার। করোনারি বাইপাস সার্জারি হয় অভিনেতার। যদিও সেই অস্ত্রোপচার সফল হয় এবং তিনি সুস্থ হয়ে উঠছিলেন।

নোবেলকে নিয়ে 'আদিখ্যেতা' পশ্চিমবঙ্গের শিল্পীদের, নারীবিদ্বেষী গায়ককে যা নয় তাই শোনালেন তসলিমা

কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার পেছন ছাড়েনি। ২০১২ সালের পর থেকে শরীরে ওজন বৃদ্ধি হতে থাকে। এবং বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। রীতিমতো হাঁটতে কষ্ট হতো তার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন অভিনেতা। ২০২৪ সালে, লোকসমক্ষে আসার জন্য তাকে হুইলচেয়ার পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল। বেশ দুর্বল হয়ে গিয়েছিলেন অভিনেতা। ২০২৫ সালে গাড়ি থেকে বেরিয়ে আসার সময় ও তিনি যথেষ্ট কষ্ট পাচ্ছিলেন।

Death Rate Death