Director Hospitalized: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক, কেমন আছেন অভিনেত্রী নুসরতের স্বামী?

Mostofa Sarwar Farooki Hospitalized: অতিরিক্ত কাজের চাপে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফা সরওয়ার ফারুকী। সোশ্যাল মিডিয়া পোস্টে কী জানাচ্ছেন অভিনেত্রী-স্ত্রী নুসরত ইমরোজ তিশা?

Mostofa Sarwar Farooki Hospitalized: অতিরিক্ত কাজের চাপে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফা সরওয়ার ফারুকী। সোশ্যাল মিডিয়া পোস্টে কী জানাচ্ছেন অভিনেত্রী-স্ত্রী নুসরত ইমরোজ তিশা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অসুস্থ ফারুকী

Nusrat Imrose Tisha-Mostofa Sarwar Farooki: একাধারে পরিচালক-প্রযোজক, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিভাগের উপদেষ্টা। তিনি মোস্তাফা সরওয়ার ফারুকী। শনিবার কক্সবাজারে ওকটি ওয়ার্কশপ চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন। বিন্দুমাত্র বিলম্ব না করে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে তড়িঘড়ি ঢাকায় নিয়ে এসে  হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন ফারুকী। স্বামীর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়া মারফৎ জানিয়েছেন স্ত্রী-অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা। রবিবার সকালেও মোস্তফার শারীরিক আপডেট দিয়েছেন। 

Advertisment

শনিবার ফেসবুক পোস্টে তিনি উদ্বেগের সঙ্গে লিখেছেন, 'মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই ওঁর জন্য দোয়া করবেন।' বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।

Advertisment

তিনি আরও জানান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গতকাল শুক্রবার বিকেলে বিমানে সরকারি সফরে কক্সবাজারে আসেন। এরপর তিনি হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। রবিবার কক্সবাজারকে 'সাংস্কৃতিক হাব' হিসেবে গড়ে তুলতে দু'দিন ব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরও পড়ুন 'তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে...', ছেলের ধুম জ্বরের মাঝে কাদের উপর চটলেন পরি মণি?

চিকিৎসকের সঙ্গে কথা বলার পর ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করেন। তিনি উচ্চ রক্তচাপের সমস্যাতেও ভুগছিলেন। অসুস্থতা তেমন জটিল না হলেও বিপদ এড়াতেই তড়িঘড়ি ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার একটি পোস্টে হেলথ আপডেট শেয়ার করেছেন নুসরত।

তিনি লিখেছেন, 'আজ বেলা তিনটের সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আপনাদের অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোন তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।' বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান হোয়াটসঅ্যাপে একই বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমে।

আরও পড়ুন 'আমাদের অনুমতি দিন...', ভারতে দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশে 'ধূমকেতু' মুক্তিতে কী পদক্ষেপ প্রযোজকের?

Entertainment News Entertainment News Today