Dhumketu-Bangladesh: 'আমাদের অনুমতি দিন...', ভারতে দুর্দান্ত সাফল্যের পর বাংলাদেশে 'ধূমকেতু' মুক্তিতে কী পদক্ষেপ প্রযোজকের?

Dhumketu-Bangladesh Release: ভারতে দুর্দান্ত সাফল্যের পর ওপার বাংলায় ধূমকেতু মুক্তিতে উৎসাহী প্রযোজক। সোশ্যাল মিডিয়া পোস্টে কী আর্জি রানা সরকারের?

Dhumketu-Bangladesh Release: ভারতে দুর্দান্ত সাফল্যের পর ওপার বাংলায় ধূমকেতু মুক্তিতে উৎসাহী প্রযোজক। সোশ্যাল মিডিয়া পোস্টে কী আর্জি রানা সরকারের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dhumketu, dev subhashree- news

বাংলাদেশে মুক্তি পাবে?

Dhumketu: ১০ বছর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ধূমকেতু। দেব-শুভশ্রীর অসমাপ্ত প্রেমকিহানির 'ছায়া ও ছবি'! গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই বোঝা গিয়েছিল ধূমকেতু বক্স অফিসে ধামাকাদার পারফর্ম করবে। যেমন ভাবনা তেমন ফল। মুক্তির প্রথমদিনেই এক কোটির বেশি ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নজির গড়েছে। টলিউড বক্স অফিসের রিপোর্ট মোতাবেক, দ্বিতীয় দিনে তিন কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। ধূমকেতুর এহেন সাফল্যের মাঝে সোশ্যাল মিডিয়ায় বিশেষ অনুরোধ প্রযোজক রানা সরকারের। ভারতের পর এবার বাংলাদেশে ধূমকেতু মুক্তির ইচ্ছেপ্রকাশ করে কী লিখলেন?

Advertisment

আরও পড়ুনহৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু'-র মুক্তি উদযাপন

Advertisment

সোশ্যাল মিডিয়া পোস্টে ফারুকির কাছে আর্জি জানিয়ে রানা লিখেছেন, 'বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ আপনারা আমাদের অনুমতি দিন। বাংলাদেশের অগুনতি সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে মাননীয় Chief Adviser GOB Mostofa Sarwar Farooki আমাদের আবেদন মঞ্জুর করুন। বাংলাদেশের দেব--শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি আপনারা বাংলাদেশে রিলিজ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন।'

আরও পড়ুন পাক শিল্পীরা ভারতে নিষিদ্ধ, বাংলাদেশের ক্ষেত্রে তো এখনও সেই সমস্যা তৈরি হয়নি: কৌশিক গঙ্গোপাধ্যায়

প্রযোজক রানা সরকার 'ধূমকেতু'-র পাশাপাশি হিন্দি ছবি 'সাইয়ারা'-র কথা উল্লেখ করে বলেছেন, শহরজুড়ে এখন প্রেমের মরশুম। ছেলেবেলার নস্ট্যালজিয়া উসকে একটা লম্বা পোস্টও শেয়ার করেছেন। প্রথমদিন থেকেই হল ভিজিটে যাচ্ছেন পরিচালক-প্রযোজক, সঙ্গে থাকছেন রুদ্রনীলও।

আরও পড়ুন 'ধূমকেতু' মুক্তির পরই রেকর্ড ব্যবসা, প্রথমদিনে কত আয় করল দেব-শুভশ্রীর ছবি?

শনিবারও নন্দন, বিনোদিনী থিয়েটার, নবীনা-তে হল ভিজিটে যাবে টিম 'ধূমেকতু'। সে কথা নিজেই জানিয়েছেন প্রযোজক। এখন অপেক্ষা ভারতের সাফল্যের ঝড় ওপার বাংলায় আছড়ে পড়ে কিনা। বাংলাদেশ সরকার পদ্মাপাড়ে 'দেশু' ভক্তদের ইচ্ছেপূরণের সুযোগ করে দেয় কিনা।  

আরও পড়ুন স্বাধীনতীদিবসে তিন কোটি পার! দ্বিতীয় দিনে কত আয় দেব-শুভশ্রীর 'ধূমকেতু'-র?

Dev Subhashree Ganguly