/indian-express-bangla/media/media_files/2025/02/23/rTqHDCLw1LYPZSfv6oU5.jpg)
Pori Moni Son: সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনার জেরে বারবার পেজ ৩-এর খবরের শিরোনামে উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী পরি মণি। বিমান দুর্ঘটনায় একাধিক শিশুমৃত্যুর ঘটনায় প্যানিক অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বিগত কয়েকদিনে অনেক ঝড় বয়ে গিয়েছে পরি মণির উপর দিয়ে। তার মাঝেই রাজকীয়ভাবে ছেলের জন্মদিন পালন করেছেন ওপার বাংলার অভিনেত্রী।
রংমিলান্তি পোশাকে সন্তানদের নিয়ে রিল ভিডিও বানিয়েছেন পরি মণি। এর পরই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনদের অনেকেই খোঁচা মেরে কেউ বলেছেন, এত টাকা কোথায় পান? কেউ আবার মন্তব্য করেছেন, 'যত সব আদিখ্যেতা'। নেট নাগরিকদের মন্তব্যে বিশেষ প্রতিক্রিয়া না দিলেও এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন পরি মণি। কিন্তু কেন? চাঁচাছোলা ভাষায় কী লিখলেন অভিনেত্রী?
আরও পড়ুন 'তোমরা আমার...', দেব-শুভশ্রীর জন্য কেন চোখে জল বাংলাদেশি অভিনেত্রী পরি মনির?
জিডিটাল থার্মোমিটারে ১০২.৪ ডিগ্রি ফারেনহাইটের ছবি শেয়ার করে পরি মণি লিখেছেন, 'ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা-ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কুত্তার বাচ্চাগুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।' সন্তানের জ্বর নিয়ে রাতের ঘুম উড়েছে, তার মাঝে সোশ্যাল মিডিয়ায় এমন নেচিবাচক মন্তব্যের ঝড়ে মেজাজ হারিয়েছেন পরি মণি।
আরও পড়ুন 'বুকের ভেতর ধরফর...', ঢাকায় বিমান দুর্ঘটনার পর কেন তড়িঘড়ি হাসপাতালে পরি মণি?
প্রসঙ্গত, গত ১০ অগস্ট ছিল পরি মণির ছেলের জন্মদিন। বিশেষ দিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তার আগে সোশ্যাল মিডিয়ায় পরি মণি জানান, অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের খয়েরি রঙের পোশাক পরতে হবে। সেই অনুযায়ী সেজেছিলেন পরি মণি এবং তাঁর দুই সন্তান। জন্মদিনের রাতেই অনুষ্ঠানের অনেক রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানেই বয়ে গিয়েছে কুরুচিকর মন্তব্যের ঝড়। তবে অনুরাগীরা পরি মণির সন্তানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।