Pori Moni: দত্তক মেয়েটার খোঁজ নেই? কোলের সন্তানকে নিয়ে ব্যবসা করছেন পরীমণি! দিলেন বড় আপডেট...

Pori Moni: অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন, তাঁর মেয়ে কই। সেই কন্যা সন্তান যাকে দত্তক নিয়েছিলেন পরী? তাঁকে অনেকদিন দেখা যায়নি। কোথায় গেল সেই একরত্তি?

Pori Moni: অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন, তাঁর মেয়ে কই। সেই কন্যা সন্তান যাকে দত্তক নিয়েছিলেন পরী? তাঁকে অনেকদিন দেখা যায়নি। কোথায় গেল সেই একরত্তি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bangladeshi actress pori moni shared some heartfelt note on parenthood

Pori Moni: মেয়েকে নিয়ে কী শোনালেন পরী? Photograph: (ফেসবুক)

গতকাল ছিল বন্ধুত্ব দিব। পৃথিবীর এই এমন একটা সম্পর্ক, যেখানে কোনওরকম চাওয়া-পাওয়ার বিষয় নেই। এমনকি, যেকোনও সম্পর্কে বন্ধুত্ব থাকা খুব দরকারি। সন্তানের সঙ্গে মায়ের যে সম্পর্ক সেখানেও বন্ধুত্বের প্রয়োজন হয়। আর অভিনেত্রী পরীমণি, মা হিসেবে কতটা দায়িত্ববান, সেই দৃশ্য তো আগেও দেখা গিয়েছে। কিছুদিন আগেই অভিনেত্রী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ছিলেন তাঁর ছেলে রাজ্য।

Advertisment

তখন, অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন, তাঁর মেয়ে কই। সেই কন্যা সন্তান যাকে দত্তক নিয়েছিলেন পরী? তাঁকে অনেকদিন দেখা যায়নি। কোথায় গেল সেই একরত্তি? এই নিয়ে অনেকেই তাঁকে প্রশ্ন করেছিলেন। তবে, গতকাল তিনি মেয়েকে কোলে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। তাঁর সঙ্গে তিনি কী কী লিখলেন?  

Bharti Singh: বাড়িতে অদ্ভুত দৃষ্টি, ছেলের ওপর কার নজর পড়ল? তাঁর সাড়ে সর্বনাশ করলেন ভারতী

Advertisment

" খেয়াল করে দেখবেন, আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে। মনে রাখবেন, আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব‍্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি। বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি (শারিরীক অসুস্থতা বা শুটিং এ না থাকলে) বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলোই মাত্র তিন বছর হতে যাচ্ছে। কিন্তু এর আগে আমার নানা ভাইএর রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম।" 

Shakib-Bubly: শাকিবের বাহুডোরে 'আদুরে' বুবলি, এই বুঝি দৌড়ে গেলেন অপু বিশ্বাস?

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে অনেকেই বেশি নাক গলাচ্ছেন। তাঁকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অনেকে তাঁকে কটাক্ষ পর্যন্ত করছেন। তিনি তাঁর জীবনের বিষয়ে কাউকে জবাবদিহি করতে রাজি না। তিনি আরও বললেন, "এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! পাবলিক ফিগার বলে পইপই করে জীবনের সব কিছু জানাতে হবে আজকে আমার!  নেন জানেন। কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়ে কে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, "আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানান ধরনের কথা আর কি। ভাই, প্রথমত মেয়ে টা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না। আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায় ব‍্যাস। দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে। আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দিবো না ইচ্ছে হলে দিবো না। এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামসে!" 

Pori Moni Entertainment News Today Bangladeshi actress