Sham Kaushal: 'তিনতলা থেকে লাফ দিয়ে', কেন সব শেষ করে দিতে চেয়েছিলেন সুপারস্টারের বাবা?

Entertainment News: সবকিছুর শুরু লাদাখে, হৃতিক রোশন অভিনীত 'লক্ষ্য' ছবির সেটে। হঠাৎ করেই পেটে তীব্র ব্যথা অনুভব করেন শ্যাম কৌশল। তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

Entertainment News: সবকিছুর শুরু লাদাখে, হৃতিক রোশন অভিনীত 'লক্ষ্য' ছবির সেটে। হঠাৎ করেই পেটে তীব্র ব্যথা অনুভব করেন শ্যাম কৌশল। তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Vicky-Kaushal

কেন চেয়েছিলেন এই কাজ করতে?

Bollywood Unknown Stories: অ্যাকশন ডিরেক্টর হিসেবে ১৯৮০ ও ৯০-এর দশকে বলিউডে খ্যাতি অর্জন করেছিলেন শ্যাম কৌশল। তবে আজকের প্রজন্ম তাঁকে চেনে ভিকি ও সানি কৌশলের বাবার পরিচয়ে। কিন্তু, এই পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ বেঁচে ফেরার গল্প।

Advertisment

সবকিছুর শুরু লাদাখে, হৃতিক রোশন অভিনীত 'লক্ষ্য' ছবির সেটে। হঠাৎ করেই পেটে তীব্র ব্যথা অনুভব করেন শ্যাম কৌশল। তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কাজের প্রতি অদম্য ভালোবাসা তাঁকে বিশ্রাম নিতে দেয়নি। চিকিৎসার মাঝেই তিনি শুরু করে দেন শ্যাম বেনেগালের 'নেতাজি সুভাষচন্দ্র বসু' ছবির কাজ।

Dev as Raghu Dakat: ইতিহাস লিখবে রঘু, বাংলার ডাকাত রাজাকে চেনাবেন …

Advertisment

তবে ২০০৩ সালে চিকিৎসকরা জানিয়ে দেন ভয়ঙ্কর খবর—তিনি ক্যান্সারে আক্রান্ত। সামান্য ব্যথা যে এমন একটি রোগের পূর্বাভাস, তা কল্পনাও করেননি তিনি। এক সাম্প্রতিক পডকাস্টে (আমান আউজলার সঙ্গে) এই কঠিন সময়ের কথা শেয়ার করেন শ্যাম। তাঁর কথায়, "ডাক্তার জানালেন, আমি বেশিদিন বাঁচব না। হাসপাতালে আমার ঘরটা তিন তলায় ছিল। আমি সত্যিই ভাবছিলাম লাফ দিয়ে দি ওপর থেকে। সবটা শেষ করে দি।"

কিন্তু সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অস্ত্রোপচারের পর তিনি এতটাই ব্যথায় কষ্ট পাচ্ছিলেন যে, নড়াচড়াও করতে পারছিলেন না। আর তখনই শুরু হয় তাঁর ভয়ঙ্কর সময়। ঈশ্বরের সঙ্গে একতরফা কথোপকথন পর্যন্ত করতেন তিনি। তাঁর কথায়,"আমি বলেছিলাম, ঈশ্বর, যদি তুমি আমাকে নিতে চাও, এখনই নিয়ে যাও। আমার কোনও দুঃখ নেই। তবে যদি পারো, আমার বাচ্চারা এখনও ছোট—আমাকে আরও দশটা বছর দাও।”এই প্রার্থনা তাঁর মনোবল ফিরিয়ে আনে। পরদিন সকালে এক নতুন আশার আলো নিয়ে জেগে ওঠেন শ্যাম কৌশল। তখন তাঁর মনে হয়, কেবল কয়েকটি অস্ত্রোপচারের ব্যাপার। এরপর তিনি ভাবেন না, লড়াই করবেন, এবং জীবন যুদ্ধে তাঁকে জিততেই হবে।

Entertainment Death News: রবিবাসরীয় দুপুরে ভয়ঙ্কর দুঃসংবাদ! প্রয়াত অমিতাভের সুপারহিট ছবির পরিচালক..

এরপর এক বছর ধরে চলে অসংখ্য চিকিৎসা ও অস্ত্রোপচার। সৌভাগ্যক্রমে, ক্যান্সার তখনো তাঁর শরীরে ছড়িয়ে পড়েনি। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এবং ১০ বছরের বদলে, আজ তিনি ২২ বছর ধরে ক্যান্সারমুক্ত। বলেন, "ঐ সময়টা আমার জীবন পাল্টে দিয়েছে। আমি জীবনে অনেক কিছু পেয়েছি। ভাল মানুষ, ভাল কাজ, এবং সবচেয়ে বড় কথা, আমার ছেলেরা - দুজনেই নিজেদের জীবনে ভাল কাজ করছে।" শুধু একজন ক্যান্সারজয়ীই নন, শ্যাম কৌশল বলিউডের প্রতিকূল পরিবেশে নিজের মতো করে লড়াই করে গড়ে তুলেছেন এক অনন্য জীবনের গল্প। কিছুদিন আগেও একটি ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে।

Entertainment News Entertainment News Today vickey kaushal