Iman Chakraborty: স্টিয়ারিং হাতে গানে মগ্ন! সামনের গাড়িতে সজোরে ধাক্কা সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর, তারপর...

Iman Chakraborty Driving: গাড়ি চালানোর সময় গান শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেই সময় ঘটিয়ে ফেলেন মারাত্মক বিপদ। সেই অভিজ্ঞতার কথা নিজেই জানালেন শিল্পী।

Iman Chakraborty Driving: গাড়ি চালানোর সময় গান শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিলেন ইমন চক্রবর্তী। সেই সময় ঘটিয়ে ফেলেন মারাত্মক বিপদ। সেই অভিজ্ঞতার কথা নিজেই জানালেন শিল্পী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
iman songs

গান শুনতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন ইমন

Iman Chakraborty Rare Diriving: সংগীতজগৎ-এর অন্যতম গুণী শিল্পী ইমন চক্রবর্তী। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ ১৩ থেকে ৮৩। রবীন্দ্রসংগীত হোক বা বাংলা সিনেমার গান, ইমনের গানে বুঁদ হয়ে যায় ভক্তরা। একজন সংগীতশিল্পী সবসময় গান নিয়ে চর্চা করবেন, গাড়ি চালানোর সময় গান শুনবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু, চালকের আসনে বসে কোনও সংগীতপ্রেমীর গান শোনা উচিত নয়। বৃহস্পতিবার একটি ভিডিওবার্তায় হঠাৎ এমন কথা কেন বললেন ইমন? আসলে গান শুনতে শুনতে গাড়ি চালানোর সময় মারাত্মক বিপদ ঘটিয়ে ফেলেছিলেন ইমন। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথাই ভিডিওবার্তায় ভাগ করে নিয়েছেন 'তুমি যাকে ভালবাসো' খ্যাত ইমন চক্রবর্তী। সেই সঙ্গে ইমন ক্যাপশনে লিখেছেন, 'কেন এত কম গাড়ি চালাই?'

Advertisment

কী ঘটিয়েছিলেন ইমন?

কয়েকদিন আগে রুবির মোড়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গাড়িতে তাঁর পছন্দের একটি গান চলছিল, যা শুনে একবারে মোহিত হয়ে গিয়েছিলেন ইমন। গাড়ি অনেকবার ইঙ্গিত (অ্যালার্ম) দিয়েছিল যে সামনে কিছু একটা আছে। কিন্তু, গানে এতটাই বিভোর ছিলেন সেটা খেয়ালই করেননি। তারপর সামনে আসা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারেন ইমন চক্রবর্তী। সেই গাড়িটি ছিল একজন চিকিৎসকের। তিনি অত্যন্ত নম্র, বিনয়ী ছিলেন তাই ইমনকে সহজে ক্ষমা করে দেন। তবে কোনও গাড়িই ক্ষতিগ্রস্থ হয়নি সেই বিষয়টাও ভিডিওতে নিশ্চিত করেছেন ইমন। তবে সেই ঘটনায় অত্যন্ত ভয় পেয়ে গিয়ছিলেন। অনেকদিন স্টিয়ারিংয়ে হাতও দেননি। ক্যাপশনে লেখা প্রশ্নের উত্তর শৈল্পিকভাবে দিয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। সেই সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন আর কখনও গাড়ি চালানোর সময় গান শুনবেন না। 

Advertisment

আরও পড়ুন নাম বদলে ফেলল রাজ-শুভশ্রীর রাজকন্যা! নিজেকে কী নামে ডাকল একরত্তি 'ইয়ালিনি'? দেখুন ভিডিও

ইমনের পরামর্শ

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইমন তাঁর ভক্ত, শ্রোতা এবং যাঁরা গান বাজনার সঙ্গে জড়িত সেই সকল শিল্পীদের উদ্দেশে একটি অনুরোধ করেছেন। গাড়ি চালানোর সময় যেন কেউ এমন কোনও গান না শোনে যা শুনে সেই গানেই বিভোর হয়ে যায় বা ড্রাইভিংয়ের মনোনিবেশ নষ্ট করে। সুস্থভাবে গাড়ি চালিয়ে লং জার্নি এনজয় করার পরামর্শ দিয়েছেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। 

আরও পড়ুন চলন্ত গাড়িতে কী ভাবে আলুমাখা-টকজল দিয়ে ফুচকা খাবেন? ভিডিও শেয়ার করে টিপস দিলেন ইমন

Iman Chakraborty